আজ ব্যাংক খোলা, লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে সোমবার (২৪ এপ্রিল)। ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা।

বাংলাদেশ ব্যাংকের আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটি শেষে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক ঈদের আগেই জানিয়েছেন, ঈদের পরবর্তী ব্যাংকিং লেনদেন নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে, বীমা ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোও অফিস চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ঈদের পর প্রথম কর্মদিবস আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে।

এবারও ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

Nagad