আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

ঈদের আগে বাড়ল মুরগির দাম
এক দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। চিনির দামও বাড়তি।

ঈদের আগে বাজারে বেড়েছে মুরগির দাম। এক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। আর সোনালি মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। মুরগির মতো চিনির দামও বেশি। সরকার নির্ধারিত দামের চেয়ে ২০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে প্রতি কেজি খোলা চিনি।এ ছাড়া ঈদের দিনের অন্যতম অনুষঙ্গ সেমাই ও পোলাওয়ের চালের দামও বাড়তি। তবে ডাল, আটা, সয়াবিন তেল, সবজি ও বিভিন্ন ধরনের মসলার দাম আগের মতো উচ্চ মূল্যে স্থিতিশীল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজার, মালিবাগ ও কারওয়ান বাজার ঘুরে এবং মিরপুর এলাকার দোকানদারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।ব্যবসায়ীরা জানান, বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা। গত বুধবার ব্রয়লার মুরগির কেজি ছিল ২১০ টাকা। আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০ টাকা কেজি। সূত্র: প্রথম আলো

চাঁদের অপেক্ষায় ঈদ উৎসব

পবিত্র ঈদুল ফিতর আগামীকাল শনিবার নাকি রবিবার তা জানা যাবে আজ শুক্রবার সন্ধ্যায়ই। আজ দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল উদযাপিত হবে আনন্দের ঈদ, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। তবে আজ রুপালি সরু কাস্তের মতো শাওয়ালের নতুন চাঁদ দেখা না গেলে শনিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদযাপিত হবে রবিবার। এদিকে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে বিধি অনুযায়ী আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় এই বৈঠক বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সারা দেশ থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া সাপেক্ষে কমিটি ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন জামাতে নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময় এবং সাধ্যমতো ভালোমন্দ খেয়ে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করেন সারা বিশ্বের মুসলিমরা। সূত্র: কালের কণ্ঠ

নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বঙ্গভবন
বিদায় হামিদ, স্বাগত শাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল সোমবার শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন। ওইদিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বঙ্গভবন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় এবং সফলভাবে দায়িত্ব পালনকারী মো. আবদুল হামিদের উত্তরসূরি মো. শাহাবুদ্দিন। তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে বিদায় জানানো হবে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদকে। বঙ্গভবনে স্বাগত মো. শাহাবুদ্দিন, বিদায় মো. আবদুল হামিদ।নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায়ী রাষ্ট্রপতিকে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন। বাংলাদেশ সৃষ্টির পর এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্যগণ, রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনী প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশি কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শপথ অনুষ্ঠানে ১ হাজার ২৩৮ জনকে দাওয়াতপত্র পাঠানো হয়েছে। বিদায়ী রাষ্ট্রপতিও তৃণমূল থেকে উঠে আসা একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আবার নতুন রাষ্ট্রপতিও তৃণমূল থেকে গড়ে ওঠা রাজনীতিক। দুজনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

উত্তপ্ত হবে রাজনীতি
ঈদের পর ফের মাঠ দখলের প্রস্তুতি
ভোটের কার্যক্রম আরও জোরালো করবে আ.লীগ * আন্দোলনের গতি বাড়াবে বিএনপি

পবিত্র ঈদুল ফিতরের পর ফের উত্তপ্ত হচ্ছে রাজপথ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজপথ দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। পাশাপাশি বিএনপির আন্দোলন মোকাবিলা এবং অপপ্রচারের জবাব ও উন্নয়ন প্রচারে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ঈদের পর ভোটের প্রস্তুতি আরও জোরালো করে মাঠ দখলে রাখবে ক্ষমতাসীনরা। পরিকল্পনা সাজাতে জেলা, উপজেলা ও মহানগরের নেতাদের নিয়ে বৈঠকও শুরু করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীনরা যখন নির্বাচন নিয়ে তাদের রণকৌশল প্রস্তুত করছেন ঠিক সেই সময়ে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা প্রায় শেষ করেছে বিএনপি। এর অংশ হিসাবে ঈদের পর আন্দোলনের গতি বাড়াবে দলটি। মহান মে দিবসে ঢাকায় বড় শোডাউনের মধ্য দিয়ে ঈদের পর মাঠে নামছেন তারা। ওইদিন রাজধানীতে শ্রমিক মহাসমাবেশ বা র‌্যালি করার কথা রয়েছে। এরপর তৃণমূল থেকে পুনরায় সরকারবিরোধী আন্দোলন শুরু করতে চায় দলটি। ঢাকা থেকে বিভিন্ন বিভাগ অভিমুখে রোডমার্চ বা লংমার্চ করার চিন্তাভাবনা রয়েছে। এভাবে ধারাবাহিক কর্মসূচি দিয়ে দখলে রাখা হবে রাজপথ। ধীরে ধীরে তা বেগবান করে সময় ও সুযোগ বুঝে সরকার পতনের একদফা আন্দোলনে অলআউট মাঠে নামবে বিএনপি ও সমমনা দলগুলো। সে লক্ষ্যে নেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি। সূত্র: যুগান্তর

ঈদে বিদেশমুখী পর্যটকের গন্তব্য পরিবর্তন
অভ্যন্তরীণ পর্যটন জমে ওঠার প্রত্যাশা

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশী ধনী ও উচ্চমধ্যবিত্ত শ্রেণীর পর্যটকদের প্রধান গন্তব্য ছিল থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। আর চিকিৎসা, কেনাকাটাসহ ভ্রমণের জন্য অন্যতম গন্তব্য ছিল ভারত। তবে এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিদেশগামী পর্যটকদের গন্তব্যে বেশ পরিবর্তন এসেছে। এবার বাংলাদেশীদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আর উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী অবকাশযাপনে ছুটছেন শ্রীলংকা ও মালদ্বীপে। গন্তব্য হিসেবে থাইল্যান্ড জনপ্রিয়তা ধরে রাখলেও আকর্ষণ কমেছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার। তবে ভারতগামী পর্যটকদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।তীব্র তাপদাহে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রোদের উত্তাপ ও প্রচণ্ড গরমের কারণে ঈদুল ফিতরে দেশের অভ্যন্তরীণ পর্যটন ঘিরে কিছুটা শঙ্কা দেখা দিলেও কক্সবাজারসহ দেশের প্রধান পর্যটন এলাকাগুলোর তথ্য বলছে, এরই মধ্যে আবাসিক হোটেল-রিসোর্টগুলোর ৮০-৯০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। ঈদ ও অভ্যন্তরীণ পর্যটন ঘিরে দেশী এয়ারলাইনস সংস্থাগুলোর ব্যবসাও জমে উঠেছে। টিকিটের দাম বাড়ানোর পরও অভ্যন্তরীণ রুটে এয়ারলাইনসগুলোর কোনো আসন ফাঁকা থাকছে না। সূত্র: বণিক বার্তা

পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের মানুষের স্বস্তির ঈদযাত্রা

ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ফলে পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ। এদিকে গত বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ দেখা গেছে। তবে যথাযথ নির্দেশনা মেনে নির্বিঘ্নে পদ্মা সেতু পারি দিচ্ছে মোটরসাইকেল। এ ছাড়া গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনেও গন্তব্যে যাচ্ছে মানুষজন। সূত্র: দৈনিক বাংলা।

ঈদযাত্রায় যাত্রী কম, ভোগান্তিও কম

দশ বছর বয়সে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকায় এসে বাস কোম্পানির কাজে ঢোকেন মো. নূর হোসেন। এরপর কেটে গেছে ৩৭ বছর। গুলিস্তান থেকে স্থানান্তরিত হয়ে ১৯৮৬ সালে গাবতলী বাস টার্মিনালে স্থায়ী হন তিনি। ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলা ‘রজনীগন্ধা’ পরিবহনে টিকিটমাস্টার হিসেবে এখনও কাজ করছেন। তাঁর ভাষ্য, গত ৩৭ বছরে ঈদে এত কম যাত্রী দেখেননি। গতকাল বৃহস্পতিবার নূর হোসেন হিসাব দিলেন, গত বছর রোজার ঈদের আগের দুই দিনে সাতটি করে মোট ১৪টি ট্রিপ দিয়েছিল রজনীগন্ধার বাস। এবার গত বুধবার ট্রিপ হয়েছে দুটি। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ট্রিপ হয়েছে একটি। সন্ধ্যার পর দুটি থেকে তিনটি ট্রিপ হতে পারে, কলকারখানার শ্রমিকদের নিয়ে। তাঁর পাশে বসে অলস সময় কাটাচ্ছিলেন ‘চাঁপাই ট্রাভেলস’-এর মাস্টার মোজাম্মেল হক। তিনি বললেন, ২৭ রোজা থেকে গাবতলীতে যাত্রীর ভিড়ে পা ফেলা যেত না। আসন না পাওয়া যাত্রীরা এসে কাকুতিমিনতি করতেন অন্তত দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে। এবার যাত্রীই খুঁজে পাচ্ছেন না।শুধু তাঁরা নন, অধিকাংশ পরিবহন মালিক, চালক ও শ্রমিক জানালেন, গরম আর অর্থনৈতিক সংকটে যাত্রী কম। সব জিনিসের দাম বেশি। মানুষের হাতও খালি। বহু মানুষ গ্রামে যাচ্ছেন না। সূত্র: সমকাল

আইএমএফের প্রথম রিভিউ: রাজস্ব, রিজার্ভ বাড়াতে কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তুত বাংলাদেশ

আগামী সপ্তাহে, ঈদের ছুটির পর, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল আসবে দেশে। তাদের কাছে জুনের মধ্যে রিজার্ভ ২৪.৪ বিলিয়ন ডলারে উন্নীত করা ও আগামী অর্থবছরে কর-জিডিপি অনুপাত ০.৫ শতাংশ বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত জানাবে আর্থিক ও রাজস্ব কর্তৃপক্ষ।২৫ এপ্রিল থেকে প্রথম রিভিউ শুরু হবে। সেখানে বিস্তারিত জানানো হবে আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণের প্রথম কিস্তি পাওয়ার পর তাদের দেওয়া ‘টাইমবাউন্ড’ সংস্কার প্রতিশ্রুতির কতটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এবং আগামী নভেম্বরে দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য কতটুকু সংস্কার করতে হবে।জুলাই মাসে শুরু হবে ২০২৩-২৪ অর্থবছর। এ অর্থবছরের বাজেটে কর-জিডিপি অনুপাত প্রতিশ্রুত পর্যায়ে পৌঁছানোর জন্য এনবিআরের প্রস্তুত করা বিশদ কর্মপরিকল্পনার বেশিরভাগের প্রতিফলন থাকবে। আগামী অর্থবছরে কীভাবে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক থেকে অতিরিক্ত ১৬ হাজার কোটি টাকা রাজস্ব আয় করা যেতে পারে, তার ব্যাখ্যা রয়েছে সেখানে। সুত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

বাংলাদেশে চলতি তাপপ্রবাহকে ‘উদ্বেগজনক’ বলছেন আবহাওয়াবিদরা

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে যে, সারা দেশেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে এবং এটি আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই তাপপ্রবাহের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা বেশ উদ্বেগজনক। এবছর এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ১৭ই এপ্রিল পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
নয় বছর আগে ২০১৪ সালে মারাত্মক তাপপ্রবাহ দেখা গিয়েছিল। সে সময় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এই মাঝের সময়টা বা গত আট বছরে দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচেই ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশে তাপমাত্রা ২০শে এপ্রিল পর্যন্ত বাড়বে অর্থাৎ তাপপ্রবাহ থাকবে। শুক্রবার থেকে সারা দেশে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। সূত্র: বিবিসি বাংলা।

যাত্রীর চাপ সামলাতে পারল না কমলাপুর

যাত্রীর চাপ সামলাতে পারল না কমলাপুরকমলাপুরে যাত্রীদের অপেক্ষা -ঢাকা: কালোবাজারি বন্ধ করতে এবার ট্রেনের আগাম টিকিটের শতভাগ বিক্রি করা হয় অনলাইনে। ফলে আগাম টিকিট কাটার সেই চিরচেনা ভিড় ছিল না কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না দেওয়ায় অনেকটা সুশৃঙ্খলভাবেই চলছিল এবারের রেলের ঈদযাত্রা। তবে চতুর্থ দিন রাতে এসে ভেঙে পড়ে সেই শৃঙ্খলা।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সারাদিন যাত্রীর চাপ তেমন একটা ছিল না কমলাপুর রেলওয়ে স্টেশনে। তিন ধাপে টিকিট পরীক্ষার পর প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়ায় অনেকটা নির্বিঘ্নেই ট্রেনে চড়তে পারছিলেন যাত্রীরা। তবে বিপত্তি শুরু হয় সন্ধ্যার পর। হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে স্টেশন।মূলত শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে বেসরকারি অফিস ও বিভিন্ন কল-কারখানার। তাই বৃহস্পতিবার অফিস বা কাজ শেষে বাড়ির পথ ধরতে শুরু করেন শ্রমজীবীরা। আবার এদের বেশিরভাগেরই টিকিট না থাকায় বিশৃঙ্খলা তৈরি হয় স্টেশনে। সূত্র: বাংলানিউজ