আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সামরিক বাহিনীর বহরে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে।ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভিম্বার গলি এলাকায় সেনাবাহিনীর সদস্যদের একটি গাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে গাড়িটি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে তারা। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।তবে এই হামলার জন্য কোন সন্ত্রাসী গোষ্ঠী দায়ী, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এ ছাড়া এলাকাটি নিচু হওয়ায় হামলাকারীরা সুবিধা করতে পেরেছিল। এদিকে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার ট্র্যাজেডিতে আমি মর্মাহত। সেখানে একটি ট্রাকে হামলায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সেনারা প্রাণ হারিয়েছেন। সূত্র: প্রথম আলো

গরমে অশনিসংকেত!
বিশ্বে রেকর্ড হারে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা

এপ্রিলের গা জ্বালানো গরমে হিমশিম খাচ্ছে বাংলাদেশসহ এশিয়ার বেশির ভাগ দেশ। রোজই হচ্ছে রেকর্ড। গত দুই সপ্তাহ বৃষ্টির দেখা নেই। অসহনীয় গরমে কাহিল সবাই। এর মধ্যেই এক নতুন আশঙ্কার কথা জানালেন পরিবেশ বিজ্ঞানীরা।
চলতি বছর এবং আগামী বছরে পৃথিবীর তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে। এর কারণ হিসাবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এল নিনো’র প্রত্যাবর্তন ঘটছে। আর এর প্রভাবেই বিশ্বে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এই খবর জানা গেছে। আবহাওয়ার বিভিন্ন মডেল দেখে বিজ্ঞানীরা মনে করছেন যে, প্রশান্ত মহাসাগরে ‘লা নিনা’ পরিস্থিতির পর ‘এল নিনো’র প্রত্যাবর্তন ঘটছে। ‘লা নিনা’ পরিস্থিতির ফলে তাপমাত্রা কমে। আর ‘এল নিনো’র ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়।চিলি, পেরুসহ দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দেশগুলোতে ‘এল নিনো’ ঘটে। ২ থেকে ৭ বছর অন্তর ফেরে এই পরিস্থিতি। এর ফলে মহাসাগরের পানিস্তরের (সি সারফেস) তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। সুত্র: বিডি প্রতিদিন।

ক্ষমতার দ্বন্দ্বে তিন খণ্ড সুদান

দুই জেনারেলের ক্ষমতা দখল দ্বন্দ্বে ৪ দিন থেকেই তুমুল লড়াই চলছে সুদানে। সিংহাসনকে নিজের কুক্ষিগত করতে সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আদা সামরিক বাহিনী আরএসএফের প্রধান মোহাম্মদ হামদান দাগলো দুজনই মরিয়া। কিন্তু সামরিক শাসনকে দূরে সরিয়ে শান্তি প্রতিষ্ঠায় উদ্বিগ্ন হয়ে উঠেছে দেশটির আরেকটি পক্ষ। সাধারণ জনগন, রাজনৈতিক নেতা এবং কূটনীতিবিদরাসহ দেশটির অধিকার কর্মীরা। তৃতীয় এই পক্ষের চাওয়া গণতন্ত্র। ফলে আফ্রিকার তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী সুদান এখন ক্ষমতার দ্বন্দ্বে তিন খণ্ডে বিভক্ত। এএফপি।স্বর্ণসমৃদ্ধ মাটি, লোহিত সাগরের সম্পদের লোভে গত এক দশকে ক্ষমতার স্বাদ নিতে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির থেকে শুরু হয়ে বর্তমান দুই জেনারেলের দ্বন্দ্বে এসে ঠেকেছে। বুরহান এবং দাগলো কর্তৃক ২০২১ সালের অক্টোবরের বশিরকে সরাতে সামরিক অভ্যুত্থানের প্রায় দুই বছর পর রাজনৈতিক দ্বন্দ্ব আবার একে অপরের দিকে ঘুরে গেছে। গণতন্ত্র বিরোধী এই দুই জেনারেল দেশটিতে এক রকম যুদ্ধই শুরু করে দিয়েছে। দাগলো (হেমেতি নামেই বেশি পরিচিত) বলেছেন, ‘আমি বুরহানকে কুকুরের মতো শিকার করব।’ এদিকে বুরহান বলেছেন, ‘প্রতিটি যুদ্ধের সমাপ্তি হয় আলোচনার মাধ্যমে। এমনকি প্রতপক্ষ পরাজিত হলেও।’ সূত্র: যুগান্তর

Nagad

পানগোলে বিজনেস পার্ক নির্মাণ
৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ইউওবি

প্রথম স্থানীয় ব্যাংক হিসেবে ইউনাইটেড ওভারসিজ ব্যাংক (ইউওবি) বিনিয়োগ করছে ৫০ কোটি ডলার। সিঙ্গাপুরের পানগোলে ৫৪ লাখ বর্গফুটের অত্যাধুনিক প্রযুক্তির বাণিজ্যিক পার্ক তৈরি করা হবে। নতুন এ উদ্যোগ সিঙ্গাপুরকে প্রযুক্তি খাতে আরো এক ধাপ এগিয়ে নেবে বলে দাবি করেছেন দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
২০২৬ সাল নাগাদ পানগোল ডিজিটাল ডিস্ট্রিক্টে (পিডিডি) নির্মাণ শেষ করা হবে পাঁচটি টাওয়ারের একটি। জেটিসি করপোরেশনের মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে তৈরি হচ্ছে টাওয়ারগুলো। পরবর্তী সময়ে শিগগিরই ১২ লাখ বর্গফুটজুড়ে যুক্ত হবে তিনটি টাওয়ার। কাজ শেষ হলে পিডিডি ২৮ হাজার কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে সিঙ্গাপুর ইনস্টিটিউট অব টেকনোলজির (এসআইটি) নতুন ক্যাম্পাস হিসেবে ১২ হাজার ছাত্র ও কর্মকর্তার আবাসন হিসেবে কাজ করবে টাওয়ার। এসআইটি ও অন্যান্য অত্যাধুনিক ব্যবসাও সহযোগিতা লাভ করতে পারবে সেখান থেকে। সূত্র: বণিক বার্তা্

উড়তে না উড়তেই ইলন মাস্কের রকেটে বিস্ফোরণ

উড্ডয়নের মিনিট কয়েকের মধ্যেই বিস্ফোরিত হলো এযাবৎ তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সেটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে। রকেটটির নির্মাতা মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। দ্য গার্ডিয়ান জানায়, ‘স্টারশিপ’ নামের ১২০ মিটার দৈর্ঘের রকেট উড্ডয়নের পর প্রয়োজনীয় গতি পেলেও হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে শুরু করে। ভূমি ছেড়ে যাওয়ার ৪ মিনিটের মাথায় সেটি বিস্ফোরিত হয়। রকেটটির মূল দুটি অংশ (বুস্টার এবং যাত্রীবাহী অংশ) ঠিকঠাক বিচ্ছিন্ন না হওয়াই বিস্ফোরণের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।অভিযানটির উদ্দেশ্য ছিল মূলত তথ্য সংগ্রহ। উড্ডয়ন সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে আগেই সতর্ক করেছিল স্পেসএক্স। সে কারণেই বিস্ফোরণের পরও স্পেসএক্স কর্মীদের উল্লাস করতে দেখা যায় ভিডিওতে। সুত্র; দৈনিক বাংলা।

কিয়েভের আকাশে রহস্যময় তীব্র আলোর ঝলকানি

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার রাত দশটার দিকে এক চোখ ধাঁধানো আলোর ঝলকানিতে পুরো আকাশ উজ্জ্বল হয়ে পড়েছিল। প্রাথমিক আতঙ্ক কাটার পর রহস্যময় তীব্র এই ঝলকানির সূত্র নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। দু-তিনটি সম্ভাব্য কারণের কথাও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। সর্বশেষ ব্যাখ্যা এসেছে ইউক্রেনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে। তারা বলছে এই আলোর সূত্র সম্ভবত কোনো উল্কাপিণ্ড। বায়ুমণ্ডলে প্রবেশের সময় সেটি থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। তবে তারা এখনও সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি। খবর বিবিসির -নগরের বাসিন্দারা প্রথমে ধরেই নিয়েছিল যে কিয়েভে আরেকটি রুশ বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বিমান সতর্কীকরণ সাইরেনও বেজে ওঠে, কিন্তু ইউক্রেনের বিমান বাহিনী রুশ হামলার সম্ভাবনা নাকচ করে দেয়। সূত্র: সমকাল

ইয়েমেনে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত, আহত ৩০০ জনেরও বেশি

ইয়েমেনের রাজধানী সানায় পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম এবং হুথি কর্মকর্তারা। খবর আল জাজিরার। স্থানীয় ব্যবসায়ীরা ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী সানার একটি স্কুলে জনপ্রতি ১০ ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করার পর সেই অর্থ পাওয়ার আশায় গত বুধবার রাতে প্রচুর লোক জমায়েত হয়।প্রত্যক্ষদর্শী আবদেল-রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানান যে, সশস্ত্র হুথিরা ভিড় নিয়ন্ত্রণের জন্য আকাশে গুলি চালায়। সে সময় একটি বৈদ্যুতিক তারে গুলি লেগে বিস্ফোরণ হয় এবং অনুদানের জন্য অপেক্ষা করা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে কেন গুরুত্বপূর্ণ?

মক্কা ও মদিনার পর জেরুসালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে।আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা। যার কোনটি মুসলমানের জন্য, কোনটি ইহুদিদের জন্য আবার কোনটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো্ স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস। সূত্র: বিবিসি বাংলা।

সুদানকে লড়াই বন্ধ করে আলোচনায় বসার আহ্বান তুরস্কের

সুদানে লড়াইরত দেশটির সেনাবাহিনী এবং প্রভাবশালী আধাসামরিক বাহিনী আরএসএফকে সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ক্ষমতার দখল নিতে গত শনিবার থেকে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর তুমুল লড়াই চলছে।রাজধানী খার্তুম এবং তার পাশের দুই নগরী ওমদুরমান ও বাহরিতে লড়াই সবচেয়ে তীব্র রূপ নিয়েছে। আফ্রিকার খুবই জনপ্রিয় নগরীর মধ্যে ওই তিন নগরীর নাম রয়েছে।তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান ফোনে আলাদা আলাদা করে সুদানের রাষ্ট্র প্রধান ও সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর সঙ্গে কথা বলেছেন। সূত্র: বিডি নিউজ

সৌদি আরবে দুর্ঘটনায় ৯ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত নয়জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহত নয় জনই পাকিস্তানি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। সূত্র: বাংলানিউজ