চাঁদ দেখা গেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর আজ
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আজ শুক্রবার (২১ এপ্রিল)। দিনভর নানা জল্পনা-কল্পনার পরে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। খবর আরব নিউজের।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতরের ছুটি ২১ এপ্রিল থেকে শুরু হবে। ছুটি থাকবে চারদিন। আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিত সময়ে কাজ শুরু হবে।


ইসলামি বিধান অনুযায়ী এক মাস সিয়াম সাধনা বা রোজা পালনের পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে এবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামীকার শনিবার। গতকাল দেশটির সরকার এ ঘোষণা দেয়। আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের আরও ৮ দেশ। গতকাল দেশগুলো এই ঘোষণা দেয়। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।