ইয়েমেনে যাকাত নিতে গিয়ে পিষ্ট হয়ে ৭৮ জনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

ইয়েমেনে যাকাত নিতে গিয়ে পিষ্ট হয়ে কমপক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় পদদলিত হয়ে আরও ৩২২ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) দেশটির রাজধানী সানার একটি স্কুলে দুই ব্যবসায়ীর দান করা অর্থ সংগ্রহ করতে শত শত লোক জড়ো হলে এই ঘটনা ঘটে। খরব বিবিসি, এএফপি, রয়টার্স’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিও ফুটেজে ঘটনার পরে ওই স্থানের (বাব-আল-ইয়েমেন) বিশৃঙ্খলার দৃশ্য দেখা যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হুথির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য হতাহতের সঠিক সংখ্যা প্রদান করেনি। তবে তারা বলেছে, কয়েকজন ব্যবসায়ীর এলোমেলোভাবে অর্থ বিতরণের সময় পদদলিত হওয়ার কারণে কয়েক ডজন মানুষ মারা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় চারপাশে অবস্থান করা মানুষদের চিৎকার করতেও দেখা যায়। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি।

সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, শত শত মানুষ যাকাত গ্রহণের জন্য স্কুলে ভিড় করেছিল। সেখানে মাথাপিছু প্রায় ৯ ডলার করে যাকাত দেওয়া হচ্ছিল।

Nagad

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাকাত বিতরণের সাথে জড়িতদের আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

সারাদিন/২০ এপ্রিল/এমবি