বেইজিংয়ে হাসপাতালে আগুনে নিহত ২১
চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত রোগীদের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশটির বেইজিংয়ের চাংফেং হাসপাতালে আগুন লাগার এই ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘সিসিটিভি’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


একটি ভিডিওতে দেখা গেছে, লোকজন আগুন থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের সামনের অংশে ঝুলে আছে। স্থানীয় সময় দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
সিসিটিভি জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত ২১ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৭১ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।
সারাদিন/১৯ এপ্রিল/এমবি