দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন নেইমার
দ্বিতীয় বারের মতো সন্তানের বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। বুধবার (১৯ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন নেইমার। পোস্টে বান্ধবী বিয়ানকার্ডির বেবি বাম্পের ছবি প্রকাশ করেন ব্রাজিলিয়ান এই তারকা।


মার্কা’র জানিয়েছে, ২০২২ সালের জানুয়ারিতে ব্রুনা ও নেইমারের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে সেই বছরের আগস্টেই বিচ্ছেদ হয়ে যায়। ২০২৩ সালে তারা আবারও সম্পর্কে জড়ান। এবার সন্তান আগমনের সুখবর দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘোষণা এই যুগল লিখেছেন, আমরা তোমাকে স্বপ্নে দেখেছিলাম, আমরা তোমার আগমনের পরিকল্পনা করছি এবং তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করবে ও আমাদের সুখি করবে।
সারাদিন/১৯ এপ্রিল/এমবি