মহেশপুরে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে ধর্ষণের অভিযোগ
ঝিনাইদহের মহেশপুরে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে একধিকবার কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সেজিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে তাকে কোর্টে হাজির করা হয়েছে বলে নিশ্চিত করেছে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন।
আটককৃত যুবক মনির উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া কারিগর পাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে নেপার মোড়ে মোটরসাইকেল গ্যারেজে মেকানিক এর কাজ করেন।


মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত মনির হোসেন ঐ কলেজছাত্রীর সাথে সম্পর্ক করে মোবাইলে আপত্তিকর ছবি তুলে রাখে । এর পর বিভিন্ন সময়ে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে । পরে মেয়েটি ঘটনাটি তার পরিবারকে জানায়। এরপর গত ১৫ এপ্রিল কলেজছাত্রীর মা বাদি হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত যুবককে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে।