আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে মূল্যস্ফীতি বেড়েছে। তাতে চলতি ২০২২–২৩ অর্থবছরের প্রথম ৯ মাস জুলাই–মার্চে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ শতাংশ কমেছে। ইইউতেও আশানুরূপ প্রবৃদ্ধি হচ্ছে না। গত অর্থবছর শেষে এই বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ৩৪ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১২ শতাংশ।এই দুই বড় বা প্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি যখন কিছুটা নড়বড়ে, তখন আশা দেখাচ্ছে নতুন বা অপ্রচলিত বাজার। বর্তমান অর্থবছরের প্রথম ৯ মাসে নতুন বাজারে ৬৪৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা বাংলাদেশের প্রায় ৬৭ হাজার ৬২০ কোটি টাকা (প্রতি ডলার ১০৫ টাকা ধরে)। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৭৪ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে ৩ হাজার ৫২৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল ৩ হাজার ১৪৩ কোটি ডলারের তৈরি পোশাক। সূত্র: প্রথম আলো

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা
সাবেক এমপি হাবিবুলসহ ৪ জনের যাবজ্জীবন

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় ৩টি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪০ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৮ এপ্রিল) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ দলীয় অনেক নেতাকর্মী আহত হন। সূত্র: সমকাল

ঈদ যাত্রা শুরু
পাঁচ দিনে বাড়ি ফিরবে ছয় কোটি মানুষ

এবার ঈদে ঢাকা ছাড়তে পারে প্রায় এক কোটি মানুষ। দেশের বাকি বিভাগীয় শহরগুলোতে কর্মজীবী ও শিক্ষার্থী রয়েছে অন্তত ২০ লাখ। তারাও ঈদে নিজ নিজ এলাকায় ফিরবে। এর বাইরে কাছে-দূরে তথা এক জেলা থেকে অন্য জেলায়, জেলা-উপজেলা শহর থেকে গ্রামে বা দূরের শহরে যাতায়াত করবে আরো প্রায় পাঁচ কোটি মানুষ। সব মিলিয়ে এবারের ঈদ ঘিরে পাঁচ দিনে প্রায় ছয় কোটি মানুষ নানা গন্তব্য থেকে ঘরমুখো হবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।যাত্রী কল্যাণ সমিতির হিসাব বলছে, ১৬ থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ঈদ বাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিবহন প্রায় ৯০ কোটি ট্রিপে যাত্রী পরিবহন করবে। এর মধ্যে রিকশাও যুক্ত আছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

বিদ্যুৎ উৎপাদন তালিকায় নেই রামপাল
দেশে তীব্র বিদ্যুৎ চাহিদার মধ্যেও বন্ধ রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) দৈনিক উৎপাদন প্রতিবেদন বলছে, ১৪ এপ্রিল থেকে বিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ রয়েছে। বয়লারের টিউব ফেটে যাওয়ায় এটি বন্ধ হয়ে যায় বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। মেরামত শেষে সেটিকে উৎপাদনে আনতে আরো দুই-তিনদিন লাগতে পারে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) কর্মকর্তারা যদিও বলছেন, তাদের উৎপাদন বন্ধ রয়েছে ১৫ এপ্রিল রাত থেকে। এ বিষয়ে জানতে চাইলে বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বণিক বার্তাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার রাতে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তা মেরামত করে খুব দ্রুতই উৎপাদনে ফিরবে রামপাল। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে। বেশকিছু কয়লা আমদানি প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যে সমুদ্রপথে সেগুলো দেশে এসে পৌঁছবে। সূত্র: বণিক বার্তা।

টাকা, রুপিতে বাণিজ্যের দিকে আরও এগিয়ে গেল ঢাকা-দিল্লি
ডলারের ওপর চাপ কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের অংশবিশেষের লেনদেন নিজ নিজ মুদ্রা ব্যবহার করে নিষ্পত্তি করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।

যার যার মুদ্রায় লেনদেন করতে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক তাদের ভারতীয় ঋণদাতা স্টেট ব্যাংক অভ ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। ভারতীয় ব্যাংক দুটিও বাংলাদেশি দুই ব্যাংকে একই ধরনের অ্যাকাউন্ট খুলবে। সোমবার বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যাকাউন্টগুলো খুলতে—আন্তর্জাতিকভাবে যা ভস্ট্রো ও নস্ট্রো অ্যাকাউন্ট নামে পরিচিত—স্ব স্ব দেশের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে। সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, ‘টাকা ও রুপিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য হলে ডলারের ওপর চাপ কমবে। এতে উভয় দেশই লাভবান হবে।’তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, পর্যায়ক্রমে দুই দেশের আরও ব্যাংক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট চলমান ডলারের সংকটের মধ্যে কয়েক মাস ধরেই টাকা ও রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তির বিষয়ে কথা হচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

থামছেই না আগুন
বায়তুল মোকাররমে সোনার দোকান উত্তরায় পুড়ল মোটর পার্টস মার্কেট

রাজধানীতে অগ্নিকান্ড যেন থামতেই চাইছে না। বঙ্গবাজারের পর নিউ সুপার মার্কেট, তারপর আগুন লেগেছে উত্তরার বিজিবি মার্কেটে এবং বায়তুল মোকাররমের সোনার মার্কেটে। মাত্র কয়েকদিনের ব্যবধানে একের পর এক এ অগ্নিকান্ড রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাজধানীতে পৃথক দুই অগ্নিকান্ড ঘটে। বিকাল পৌনে ৩টায় বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লাগে। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে উত্তরায় বিজিবি মার্কেটে মোটর পার্টসের দোকানে আগুন লাগে। তবে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে নিউ সুপার মার্কেটের অগ্নিদুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। এ ছাড়া ওই মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে নিউমার্কেট থানায় রবিবার ২৭টি সাধারণ ডায়েরিও (জিডি) হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার প্রধান শাহজাহান সিকদার বলেন, বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লাগে। দুপুর ২টা ৫৩ মিনিটে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। উত্তরার বিজিবি মার্কেটের আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়ানো হয়। প্রাথমিকভাবে এ অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, এ ঘটনায় সেখানে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা ও টঙ্গী থেকে আসা বাহিনীর ছয়টি ইউনিট কাজ করে। পাশাপাশি স্থানীয় জনতাও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করে। সূত্র: বিডি প্রতিদিন।

মনোনয়নপত্র বাতিলে ‘যত্নবান’ হতে হবে
কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও ‘সুচারু ও যত্নবান’ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সোমবার পাঁচ সিটি নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মশালা হয়। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা যদি যত্ন সহকারে আরও সঠিক ও শুদ্ধভাবে মনোনয়নপত্র বাতিল করে থাকে, তা হলে সেটা আমাদের জন্য সহযোগিতা হবে। আজ সিটি করপোরেশন নির্বাচনের ট্রেনিং ছিল। আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি, গৃহীত ও প্রত্যাখ্যাত মনোনয়নপত্রের পর আমাদের কাছে আপিল করা হয়। আমাদের কর্মকর্তারা আরেকটু সুচারুভাবে অর্ডার করলে আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে সুবিধা হয়।’ সিইসি বলেন, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে আপিল হয়। কাজেই আমরা যে আপিলটা শুনব, রিটার্নিং কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেন, তা যদি সঠিক ও শুদ্ধ হয়, সেটা উচ্চ আদালতেও সমর্থিত হবে। সেটা আমাদের সবার জন্যই ইতিবাচক। সে জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের, বিশেষ করে নমিনেশন রিজেক্ট করার সময় কোন কোন কারণে করবেন এবং অর্ডারটা কীভাবে লিখবেন, সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: দৈনিক আমাদের সময়

ওয়ারীতে মধ্যরাতে ভবনে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার ওয়ারীতে মধ্যরাতে একটি ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, সোমবার রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা। ৫ মিনিটের মধ্যে তাদের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। এরপর একে একে মোট ১০টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। রাত ২টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওয়ারীতে মধ্যরাতে ভবনে অগ্নিকাণ্ড

ছয়তলা ওই ভবনের নিচের দুটি তলায় দোকান ছিল, উপরের চারটি তলা আবাসিক। বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়ানি। এর আগে সোমবার সকালেই উত্তরার বিজিবি মার্কেট এবং বায়তুল মোকাররমে গয়নার মার্কেটে অগ্নিকাণ্ড হয়। সন্ধ্যায় গাউছিয়া মার্কেটের পাশের নূর ম্যানশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়া দেখা গেলে আতঙ্ক ছড়ায়। নূর ম্যানশনের অদূরে ঢাকা নিউ সুপার মার্কেট শনিবার ভোরে আগুনে পুড়ে যায়। রোববার রাতে পোড়ে আগারগাঁওয়ে একটি তুলার গুদাম।তার আগে গত বৃহস্পতিবার নবাবপুরে ২০টির মত গুদাম আগুনে পোড়ে। আর ৪ এপ্রিল ভয়াবহ আগুনে ভস্মীভূত হয় দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার।সূত্র: বিডি নিউজ

বাংলাদেশে রেল দুর্ঘটনার পাঁচটি বড় কারণ
সম্প্রতি বাংলাদেশের কুমিল্লায় মালবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার পেছনে সিগনালিংয়ের সমস্যা ছিল বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বিবিসি বাংলাকে তিনি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে বরখাস্ত করা হয়েছে।তিনি বলেন, লোকোমোটিভ মাস্টার বা ট্রেনটির চালক ও তার সহকারীকে বরখাস্ত করা হয়েছে। “তাদেরকে আসলে সিগনাল দেয়াই হয় নাই। তাদের অপেক্ষা করার কথা ছিল, কিন্তু তারা সেটি না করে ট্রেন চালিয়ে চলে আসছে। প্রাথমিক অবস্থায় এটাই পাওয়া গেছে।”এ কারণে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। একই সাথে সিগনাল যারা চালান তাদের কিছুটা গাফিলতি আছে কি না সেটা দেখা হবে বলেও জানানো হয়।এর আগে গত ১৬ই এপ্রিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে একটি মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষের পরে বেশ কয়েক জন যাত্রী আহত হয়। দুর্ঘটনায় সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যূত হয়। সূত্র: বিবিসি বাংলা।