আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

সুদানে সেনাবাহিনী-আরএসএফ’র সংঘাতে নিহত বেড়ে ২০০

সুদানে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-র মধ্যে সংঘাত এখনও চলছেই। দুপক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও ১৮০০ জন। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের কেন্দ্রে রয়েছে শীর্ষ দুই জেনারেল এবং সবশেষ এই সংঘর্ষের জন্য তাদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের মানুষের মধ্যে আবারও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্র: সমকাল

আলাস্কায় রাতের আকাশে রহস্যময় বস্তু

আকাশে রহস্যময় ঘটনার জন্য আলাস্কার পরিচিতি অনেক। মেরুজ্যোতি বা নর্দার্ন লাইট দেখার জন্য অন্যতম সেরা জায়গা হিসেবে ধরা হয় আলাস্কাকেই। সেখানে গত শনিবার রাতে একটি রহস্যময় ছবি দেখা গেছে। প্যাঁচানো অদ্ভুত গঠনের ওই বস্তু আলাস্কার আকাশে দেখেছেন আলোকচিত্রী টোড সালাট। তিনি আকাশের ছবি তোলার সময় মনোরম প্রাকৃতিক ওই দৃশ্য দেখেছেন। অনেকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, একজন আলোকচিত্রী শনিবার রাতের আকাশে একটি অস্বাভাবিক ঘটনার ছবি তুলেছেন। উজ্জ্বল সর্পিল ওই বস্তু মেরুপ্রভা বা অরোরা দ্বারা বেষ্টিত ছিল। সূত্র: প্রথম আলো

জি৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সভা
চীন নিয়ে ম্যাখোঁর কথার ছায়া সম্মেলনে

চীনের বিরুদ্ধে অভিন্ন অবস্থান নেওয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য জি৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এ বৈঠকের আগে আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মন্তব্য পশ্চিমা বিশ্বে অস্বস্তি জাগায়। এর রেশ পৌঁছেছে জাপানের অবকাশ শহর কারুইজাওয়ায় শুরু হওয়া জোটের বৈঠকেও। তবে স্বাগতিক জাপান ঐক্যবদ্ধতা প্রদর্শনে মরিয়া মনোভাব দেখাচ্ছে।বিশ্বের শীর্ষ সাতটি অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব নিয়ে গঠিত জি৭ জোটের পরাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক গতকাল সোমবার থেকে শুরু হয়। এতে চীন প্রশ্নে জোটের ঐক্যবদ্ধ নীতিতে অবিচল থাকার কথা বলা হয়। গত সপ্তাহেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ইউরোপসংশ্লিষ্ট নয়, এমন সংকট এড়িয়ে চলা উচিত ইউরোপের দেশগুলোর। পর্যবেক্ষকরা বলছেন, এ নিয়ে জি৭ জোটের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। সূত্র: কালের কণ্ঠ

Nagad

ইরান সফরের আমন্ত্রণ পেলেন সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে রয়টার্স জানায়, সম্প্রতি চীনের মধ্যস্থতায় দেশদুটির সম্পর্ক উন্নয়নের জন্য একটি চুক্তি হয়। তারই ধারাবাহিকতায় সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানাল ইরান।২০১৬ সালে শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে ইরানে অবস্থিত সৌদি দূতাবাস ও কনস্যুলেটে হামলা হয়। ঘটনার জেরে ইরানের সঙ্গে সম্পর্কহানি হয় সৌদি আরবের। এ ঘটনার সাত বছর পর চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে দেশদুটি। সোমবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরানের প্রেসিডেন্ট রইসি আগেই সৌদি সফরের আমন্ত্রণ পেয়েছেন। তারই প্রতিক্রিয়ায় সৌদি বাদশাহকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন রইসি। সূত্র: বণিক বার্তা।

উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নেই সবেতন ছুটির নিশ্চয়তা

যুক্তরাষ্ট্রে দরজায় কড়া নাড়ছে গ্রীষ্ম। দেশটিতে এই মুহূর্তে বসন্ত ঋতু বিরাজমান, তবে আগামী জুনের শেষার্ধেই দেশটিতে শুরু হয়ে যাবে গ্রীষ্মকাল। এরই মধ্যে কিছু সৌভাগ্যবান আমেরিকান হয়তো দুই সপ্তাহের মতো পিটিও (পেইড টাইম অফ) এবং গ্রীষ্মকালে শুক্রবারে ছুটি (অর্ধবেলা কাজ কিংবা সারাদিনের ছুটি) পাবেন।আমেরিকান কর্মীরা তাদের কর্মস্থলে চাকরির প্রথম বছরে ১১ দিনের পেইড ভ্যাকেশন বা সবেতন ছুটি পেয়ে থাকেন বলে জানিয়েছে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস। পাঁচ বছর পরে এই ছুটি বেড়ে দাঁড়ায় ১৫ দিন। এই দুই সপ্তাহের ছুটিই মার্কিন কর্মীদের কাছে সদাশয় মনে হলেও, আন্তর্জাতিক মান অনুযায়ী প্রায় চার সপ্তাহের ছুটি পাওয়ার কথা কর্মীদের। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের কর্মীরা তা পাচ্ছেন না, কারণ উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে কেন্দ্রীয় সরকার থেকে সবেতন ছুটি (পেইড ভ্যাকেশন) বাধ্যতামূলক করা হয়নি। আর দেশটির ‘ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট’ বর্তমান অবস্থা বহাল রাখতে আরও সুবিধা করে দিয়েছে- যেখানে বলা হয়েছে ‘কাজ না করলে পারিশ্রমিক প্রদানের অত্যাবশ্যকতা নেই’; যেমন- সাধারণ ছুটি বা অসুস্থতাজনিত ছুটি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

সুদানে সহিংসতা চলছেই নিহত ১০০

সুদানে তিন দিন ধরে চলা লড়াইয়ে গতকাল সকালে রাজধানী খার্তুমে ব্যাপক বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। সুদানের গণতন্ত্রপন্থি আন্দোলনকারী গোষ্ঠী ‘সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস’-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় প্রায় ১০০ বেসামরিক নিহত ও ৩৬৫ জন আহত হয়েছেন। দেশটির সরকার হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি আর দেশটির কর্তৃত্ব এখন কার হাতে তাও পরিষ্কার নয়।এদিকে সুদানে নতুন করে অস্থিরতায় উদ্বিগ্ন পার্শ্ববর্তীসহ পশ্চিমা দেশগুলো। এ বিষয়ে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জি-৭ দেশগুলোর সঙ্গে বৈঠকের সময় সুদানে যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতি এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানান তিনি। ব্লিঙ্কেন আরও বলেন, সুদানের জনগণ চাচ্ছে সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাক। সাধারণ মানুষ গণতন্ত্র চায়। তারা বেসামরিক নেতৃত্বাধীন সরকার চায়। সুদানের সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নেতাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ লড়াইয়ের সূত্রপাত। আহতদের সরিয়ে নেওয়ার জন্য দুই পক্ষ রবিবার কয়েক ঘণ্টার জন্য যুদ্ধবিরতি অনুমোদন করেছিল। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের অনুপস্থিতিতে সেনাবাহিনী ও আরএসএফ পাল্টাপাল্টি বিবৃতি দেওয়ার জন্য প্রধানত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করছে। সুদান উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র। এটি এলাকার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ। সুদান পৃথিবীর সবচেয়ে অন্তর্দ্বন্দ্ববহুল দেশগুলোর অন্যতম। সূত্র:বিডি প্রতিদিন।

রক্তক্ষয়ী সংঘর্ষ
সুদানে মানবিক বিপর্যয়
নিহত বেড়ে প্রায় ১০০

ক্ষমতার ভাগ নিয়ে দ্বন্দ্বের ফলে সরকারি দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাতে সুদানে কার্যত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। গত শনিবার থেকে শুরু চলমান সংঘর্ষের তৃতীয় দিনে গতকাল পর্যন্ত নিহত বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছেÑ যাদের অধিকাংশই বেসামরিক। এমন পরিস্থিতিতে রাজধানী খার্তুমের বাসিন্দারা জানিয়েছেন, সেখানে খাবার ও পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গতকাল সোমবারও খার্তুমের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ ভারী অস্ত্রের গুলির আওয়াজ শোনা গেছে। খবর বিবিসি ও আল জাজিরা। সুদানের সেনাবাহিনী ও দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে বিরোধের জের ধরে গত শনিবার পরস্পরকে আক্রমণ করে। রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য দুই বাহিনীর প্রধানে একে অপরকে দায়ী করছেন। দেশটির রাজনীতিতে প্রভাবশালী আরএসএফ প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালু বলেছেন, সেনাবাহিনী অভ্যুত্থানের চেষ্টা করছে, তারা সেটি প্রতিহত করছে। অন্যদিকে সেনাবাহিনী আরএসএফকে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে বর্ণনা করেছে। সেনাবাহিনী গতকাল এক বিবৃতিতে আরএসএফকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে।এদিকে খার্তুমের বাসিন্দা থেকে শুরু করে বেশকিছু সূত্র জানিয়েছে, সেখানে খাবার ও পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগীদের একজন মোমেন আলমাক্কি বলেছেন, দোকানপাট বন্ধ রয়েছে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছেÑ খাবার ও পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। খার্তুমের আরেক বাসিন্দা দুয়া তারিক বলেছেন, আমি দুই দিন একটুও ঘুমাতে পারি নাই। চারদিকে বিস্ফোরণের ভয়াবহ শব্দ। এ পরিস্থিতি তৃতীয় দিনের মতো চলছে। তিনি আরও বলেন, আমরা তিন তলার ছাদে থাকি, আর বোমারু বিমানগুলো খুব কাছ দিয়ে যাচ্ছে। আমাদের কলে পানি নেই। আমরা জানি না কীভাবে পানি সংগ্রহ করব। এমনই পরিস্থিতি রাজধানী খার্তুমের প্রায় প্রতিটি ঘরেই। সূত্র: দৈনিক আমাদের সময়

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের জ্যেষ্ঠ নেতা নিহত

মধ্যপ্রাচ্য ও ইউরোপে হামলার পরিকল্পনা করার অভিযোগ থাকা ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতাকে সিরিয়ায় অভিযান চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক হেলিকপ্টার অভিযানে আব্দ আল হাদি মাহমুদ আল হাজি আলি নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।বিদেশে কর্মকর্তাদের অপহরণের ষড়যন্ত্র করছে আইএস, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজি আলিকে লক্ষ্যস্থল করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে দেওয়া বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, “শক্তি হারালেও আইএসআইএস (ইসলামিক স্টেট) এখনও ওই অঞ্চলে অভিযান চালানোর সামর্থ্য রাখে আর তারা মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত হানার আকাঙ্ক্ষা পোষণ করে।” এই অভিযানে আরও দু’জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন কিন্তু কোনো বেসামরিক আঘাত পাননি বলে পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: বিডি নিউজ

ইউক্রেনের খাদ্যশস্যে সয়লাব পোল্যান্ড ও হাঙ্গেরি, আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান ইইউ’র

ইউক্রেনের শস্য আমদানিতে পোল্যান্ড এবং হাঙ্গেরি যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় কমিশন। দেশ দুটি বলেছে যে তাদের কৃষি খাতকে রক্ষা করার জন্য সস্তা শস্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন ছিল।এই নিষেধাজ্ঞা শস্য, দুগ্ধজাত পণ্য, চিনি, ফল, শাকসবজি এবং মাংসের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং জুনের শেষ পর্যন্ত বহাল থাকবে।কমিশন বলেছে, কোন একটি দেশ আলাদাভাবে বাণিজ্য নীতি তৈরি করতে পারে না।যদিও কমিশন বলেছে একতরফা পদক্ষেপ সহ্য করা হবে না, তবে তারা পোল্যান্ড এবং হাঙ্গেরির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি। সূত্র: বিবিসি বাংলা।

 

সিরিয়ায় মার্কিন হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

সিরিয়ায় মার্কিন বাহিনীর হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে অভিযান চালানোর সময় তিনি নিহত হন। খবর আল জাজিরার।ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে চালানো ওই অভিযানের মূল টার্গেট ছিলেন আব্দ আল হাদি মাহমুদ আল হাজি। সোমবার সকালে সিরিয়ার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়।ওই বিবৃতিতে আব্দ আল হাদিকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে হামলার মূল পরিকল্পনাকারী এবং আইএসের নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সূত্র: জাগো নিউজ