ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ
শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দের প্রথম দিনে সাতকানিয়া রিসোর্টে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী।


এই সময় মোহাম্মদ আলী বলেন, বাংলা ও বাঙালির সোনালী অর্জন, বাংলার প্রগতিশীল ছাত্রআন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের সূতিঁকাগার বাংলাদেশ ছাত্রলীগ জন্ম থেকে অদ্যাবধি দেশ ও জাতিকে প্রতিটি অমানিশার অন্ধকারাচ্ছন্ন ঘোর সংকটে প্রগতিশীলতার দিকে উত্তরণে নেতৃত্বদান করেছে। ছাত্রলীগ কোন গতানুগতিক ছাত্র সংগঠন নয়; বিশ্বের শোষিত মানুষের মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিপ্লবী চিন্তা-চেতনার আলোয় আদর্শিত বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীতে একমাত্র ছাত্রসংগঠন হিসেবে একটি জাতির জাতীয়তাবোধের জাগরণ ও সুদীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেওয়ার অনন্য গৌরবে মহীয়ান। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রতি বছরের ন্যায় এইবারও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং তৃনমূলের ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিনিয়ত খোঁজখবর রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয়,উপজেলা ছাত্রলীগের নেতা জমির উদ্দিন ,আজাদ মোহন, তৌহিদুর ইসলাম, আবু সায়েদ ,কর্ণেল অলি আহম্মদ কলেজ ছাত্রলীগ নেতা রিদুয়ান ইসলাম, মোঃমিজান, হাবিবুর রহমান,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃতারেক, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ,ছদাহা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমানোল্লাহ্ ভূইয়া,মিজানুর রহমান জয়, মজিবুর রহমান ,খোরশেদ আলম, জি এম রহিম,নবাব মিয়া, শরীফ, সাইমুন, সাকিব সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।
সারাদিন/১৫ এপ্রিল