আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সাবেক আইনজীবী কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের মামলা ট্রাম্পের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি লঙ্ঘনের অভিযোগে তাঁর একসময়ের আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন।
ট্রাম্প বলেছেন, মক্কেলের সর্বোত্তম স্বার্থে কাজ করার ক্ষেত্রে আইনজীবী (অ্যাটর্নি) হিসেবে কোহেন তাঁর দায়িত্বের খেলাপ করেছেন।সাম্প্রতিক সময়ে কোহেনের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের আক্রমণ বেড়েছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে গতকাল বুধবার মামলা ঠুকলেন ট্রাম্প।সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার মূল সাক্ষী কোহেন। এ মামলায় ৪ এপ্রিল ট্রাম্প আত্মসমর্পণ করেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর তিনি জামিনে মুক্তি পান। এ মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ডিসেম্বর। ট্রাম্পের নেওয়া আইনি পদক্ষেপের বিষয়ে কোহেনের মুখপাত্র ও আইনজীবী ল্যানি ডেভিস বিবিসিকে বলেন, তিনি নিশ্চিত, তাঁর মক্কেলের (কোহেন) বিরুদ্ধে হওয়া মামলাটি বিফলে যাবে। সূত্র:প্রথম আলো


রাশিয়াকে বোকা বানানোর চেষ্টা
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গোপন নথি ফাঁসের ঘটনা রাশিয়াকে বোকা বানাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। গতকাল বুধবার তিনি বলেন, ‘এই নথিগুলো দেখা সম্ভবত অনেকের কাছে আগ্রহের বিষয়। হতে পারে এগুলো জাল। আবার এমনও হতে পারে যে নথিগুলো ইচ্ছাকৃতভাবেই ফাঁস করা হয়েছে।’রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু যুক্তরাষ্ট্র (ইউক্রেন) সংঘাতের সঙ্গে জড়িত একটি পক্ষ এবং আমাদের (রাশিয়ার) বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, তাই এ সম্ভাবনা রয়েছে যে তারা প্রতিপক্ষকে বোকা বানাতেই এমন কৌশল ব্যবহার করছে।’রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনাসংশ্লিষ্ট কিছু গোপন নথি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের খবরে জানানো হয়, এসব নথিতে অস্ত্র সরবরাহ, সেনাবাহিনীর সামর্থ্য ও অন্যান্য স্পর্শকাতর তথ্যের বিশদ বিবরণ রয়েছে। মার্কিন বিচার বিভাগ এরই মধ্যে এ বিষয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ফাঁস হওয়া একটি নথি পর্যালোচনার পর বার্তা সংস্থা এএফপি রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনের সক্ষমতা সম্পর্কে মার্কিন উদ্বেগের কথা তুলে ধরেছে। অন্যদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি নথি কিয়েভের বাহিনীর আসন্ন বসন্তকালীন আক্রমণের সাফল্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহের কথা প্রকাশ করেছে। সূত্র: কালের কণ্ঠ
টুইটার কিনে বিপাকে ইলোন মাস্ক
মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কিনে যেন কিছুটা বিপাকেই পড়েছেন ইলোন মাস্ক! এমনকি সঠিক ব্যক্তি পেলে তিনি টুইটার বিক্রি করে দিতেও রাজি। সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের এমন অবস্থান তুলে ধরেন এ মার্কিন ধনকুবের। সানফ্রান্সিসকো থেকে প্রচারিত সেই সাক্ষাৎকারটি লাইভ উপভোগ করেছে প্রায় ত্রিশ লাখ দর্শক। বিখ্যাত গাড়ি কোম্পানি টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের মালিক ইলোন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেন টুইটার। সামাজিক যোগাযোগমাধ্যমটি পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি একে প্রচণ্ড মানসিক চাপমূলক কাজ বলে অভিহিত করেন। জানিয়েছেন, গত কয়েক মাস অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে তার। তারপরও তিনি মনে করেন টুইটার ক্রয় করা সঠিক সিদ্ধান্ত ছিল। মাস্কের দাবি অনুযায়ী, বর্তমানে সবকিছু ঠিকঠাকই চলছে। তবে কাজের প্রয়োজনে মাঝেমধ্যে তাকে অফিসেই ঘুমাতে হয়। অফিসের লাইব্রেরিতে একটা জায়গা বরাদ্দ রয়েছে তার জন্য। সেখানে কেউ বিরক্ত করে না। তার ভাষায়, ‘টুইটার পরিচালনা করাটা বেশ যন্ত্রণাদায়ক। বিরক্তিকর নয়, টুইটার আসলে রোলারকোস্টারের মতো।’ সূত্র:বণিক বার্তা।
মিয়ানমারে জান্তার নির্বিচার হামলা
নিহত ছাড়াল শতাধিক
মিয়ানমারের সাগাংই অঞ্চলে একটি কমিউনিটি হলে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে দেশটির জান্তা সরকার। মঙ্গলবার ওই হামলা চালানো হয়। হামলায় নারী ও শিশুসহ ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন গভীর রাতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, পা জি গি গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর একটি অফিস উদ্বোধনের সময় এ হামলা চালানো হয়। দেশটিতে যে গৃহযুদ্ধ চলছে তাতে এক দিনে এত ব্যাপকসংখ্যক প্রাণহানির ঘটনা খুব কমই ঘটেছে।হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া লোকজন বিবিসিকে বলেছেন যে, তারা অন্তত ১০০ জনের লাশ সংগ্রহ করেছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে তাদের বিরোধিতাকারীদের ওপর বিমান হামলার ঘটনা ক্রমশ বাড়িয়েই চলেছে। কেন এই হামলা : মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে তারা সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। সাগাইং অঞ্চলের স্থানীয় লোকজন সামরিক শাসনের বিরুদ্ধে কিছুটা হলেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। রাস্তায় সামরিক বাহিনীর গাড়ি বহরের ওপর বেশ কিছু চোরাগোপ্তা হামলা হওয়ার পর, তারা এখন আরও বেশি করে বিমান থেকে অভিযান পরিচালনা করছে। যারা তাদের শাসনের বিরোধিতা করছে তাদের বিভিন্ন স্থাপনা টার্গেট করে হামলা চালাচ্ছে। সূত্র:বিডি প্রতিদিন ।
ইমরান-বুশরার বিয়ে অবৈধ ছিল: মুফতি সাঈদ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার তৃতীয় ও বর্তমান স্ত্রী বুশরার বিয়ে অবৈধভাবে ছিল বলে দাবি করেছেন মুফতি সাঈদ নামের এক আলেম। তিনি ওই বিয়ে পড়িয়েছিলেন। সাঈদ বলেন, বুশরা বিবি ইদ্দত পালনের সময় (তালাক বা স্বামী মারা যাওয়ার পরে যে সময়ের মধ্যে একজন নারী বিয়ের করতে পারেন না) অনৈসলামিকভাবে ইমরানকে বিয়ে করেন। বুশরা বিবির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর কথিত অনৈসলামিক বিয়ে সম্পর্কিত মামলার কার্যক্রম চলাকালীন মুফতি সাঈদ তার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। ইদ্দত সম্পর্কিত সবকিছু জেনেই তিনি ওই বিয়ে পড়িয়েছেন বলে জানান। বুধবার মুফতি সাঈদ তার আইনজীবীর সঙ্গে ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে তার বক্তব্য রেকর্ড করার জন্য হাজির হন। খবর- জিও নিউজ। তিনি বলেন, ইমরান খান ২০১৮ সালের জানুয়ারিতে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। সেই সময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি তার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। ইমরান খান আমাকে ওই সময় বুশরা বিবির সঙ্গে তার বিবাহ পড়িয়ে দিতে বলেছিলেন। তখন বুশরা বিবির বোন বলেছিলেন যে, তার ইদ্দত পালন সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু দিন পরে ইমরান জানতে পারেন বুশরা তার সম্পূর্ণ ইদ্দত পালন করেননি। এরপর তিনি এ বিবাহ বৈধ ও ইসলাম সম্মত করার জন্য আমাকে দিয়ে পুনরায় বিবাহ পড়ান। সূত্র: সমকাল
সেনাবাহিনীর হামলায় মিয়ানমারে শতাধিক নিহতের আশঙ্কা
মিয়ানমারের সাগাইং অঞ্চলের পাঝিগি গ্রামে গত মঙ্গলবারের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী গ্রামটিতে বিমান হামলার কথা স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, তারা ইতিমধ্যে ৮০টি মরদেহ পেয়েছেন। মৃতের সংখ্যা আরও বেশি হবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। এদিকে জাতিসংঘ সাগাইং অঞ্চলের উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্রামে সেনাবাহিনীর বর্বর হামলার নিন্দা করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, যুদ্ধবিগ্রহের সময় সাধারণ মানুষকে রক্ষা করতে সেনাবাহিনীর স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও এ সংক্রান্ত আন্তর্জাতিক আইনগুলোর ভীষণ অবজ্ঞা করা হচ্ছে।এদিকে সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জাও মিন তুন রাষ্ট্রীয় টেলিভিশনে পাঝিগি গ্রামে বিমান হামলার কথা স্বীকার করেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর ভবন উদ্বোধন করার কারণেই গ্রামটিতে তারা হামলা করেছেন বলে জানান সেনা মুখপাত্র। সূত্র: দৈনিক বাংলা।
দুবাইয়ে ১৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি কার লাইসেন্স প্লেট
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ধনকুবেরদের ঠিকানা হিসেবে বেশ পরিচিত। অতিদামী গাড়ির বাহার সেখানে নতুন কিছুই নয়। কিন্তু, বিত্তের প্রতিযোগিতায় চাই চমক। ব্যক্তিগত গাড়ির বিশেষ লাইসেন্স প্লেট নিয়ে তাই সেখানকার ধনীদের মধ্যে চলে প্রতিযোগিতা। খবর ব্লুমবার্গের গত শনিবার একটি দাতব্য নিলামের আয়োজন করে নিলাম সংস্থা- এমিরেটস অকশন এলএলসি। সেখানে পি ৭ (P ৭) লেখা একটি লাইসেন্স প্লেট বিক্রি করেছে ৫৫ মিলিয়ন দিরহাম বা ১৫ মিলিয়ন ডলারে। উচ্চ দামে লাইসেন্স প্লেট বিক্রির এটা নতুন বিশ্বরেকর্ড। ইতঃপূর্বে প্রায় এক দশক আগে আরব আমিরাতেই সর্বোচ্চ দামের আগের রেকর্ডটি হয়েছিল। লাইসেন্স প্লেটটির বৈশিষ্ট্য হলো প্রথম দেখায় শুধু ৭ সংখ্যাটিকেই চোখে পড়ে। ‘পি’ অক্ষরটি একটু পাশে অবস্থিত হওয়ায় এমনটা দেখায়। নিলাম সংস্থা জানিয়েছে, বিক্রির অর্থ দান করা হবে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদের বৈশ্বিক খাদ্য সহায়তার দাতব্য উদ্যোগ– ওয়ান বিলিয়ন মিলস এন্ডোমেন্ট- এ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ফাঁস হওয়া গোপন নথির তথ্য
ইউক্রেনে যুদ্ধ করছে ব্রিটিশ মার্কিন সেনারাও
সেনা বাড়াতে কঠোর আইন রাশিয়ার
যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথি ফাঁস হয়েছে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল)। ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধ করছে ব্রিটিশ-মার্কিন সেনারাও। ইউক্রেনের অভ্যন্তরে অন্যান্য দেশের যে বিশেষ সামরিক সদস্য অবস্থান করছে তাদের মধ্যে বৃহত্তম দল যুক্তরাজ্যের (৫০)। এছাড়া বিশেষ সামরিক বাহিনীগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে ন্যাটোভুক্ত অন্যান্য দেশ লাটভিয়া (১৭), ফ্রান্স (১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (১৪) এবং নেদারল্যান্ডসের (১) দলগুলো। আগামী বসন্তে পালটা আক্রমণের জন্য ইউক্রেনের বিভিন্ন প্রস্তুতির সংবেদনশীল বর্ণনা-রয়েছে ফাঁস হওয়া নথিগুলোতে। তবে কোনো সামরিক দল ইউক্রেনে অবস্থান করছে কি না এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার একটি টুইট বার্তায় নথি ফাঁসের ঘটনাকে ‘গুরুতর ভুল’ বলে উল্লেখ করেছেন তিনি। যদিও পেন্টাগন কর্মকর্তারা নথিগুলো যে আসল তা নিশ্চিত করেছেন। নথিতে উল্লিখিত দেশের বাহিনীগুলো ইউক্রেনে কোথায় অবস্থান করছে সেসম্পর্কে কিছু উল্লেখ নেই। ইউক্রেনে অন্যান্য দেশের দলগুলোর উপস্থিতি নিশ্চিত করে রাশিয়া শুধু ইউক্রেনের বিরুদ্ধে নয়, লড়ছে ন্যাটোর বিরুদ্ধেও।মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানান, বিচার বিভাগ নথি ফাঁসের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ফাঁসের উৎস খুঁজে পেতে বদ্ধপরিকর বলে জানান তিনি। সূত্র: যুগান্তর
আমেরিকা ছেড়ে চীনের সাথে গাঁটছড়া বাঁধছে সৌদি আরব
মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় এক ঘটনা ঘটে গেছে। সাত বছর আগে ভেঙ্গে পড়া সম্পর্ক পুন:স্থাপন করেছে অঞ্চলের সবচেয়ে দুই প্রভাবশালী বৈরি দেশ সৌদি আরব এবং ইরান।বিস্ময়কর যেটা তা হলো এই সম্পর্ক জুড়তে মধ্যস্থতা করেছে সৌদি আরবের দীর্ঘ দিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র নয়, বরঞ্চ বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের এক নম্বর প্রতিপক্ষ – চীন।মার্চের দশ তারিখে বেইজিংয়ে সৌদি ও ইরানের কর্মকর্তাদের পাশে নিয়ে শীর্ষ চীনা কূটনীতিক ওয়াং ই এই বোঝাপড়ার কথা ঘোষণা করেন। তারপর, দ্রুতগতিতে ঘটনা গড়াচ্ছে।গত বৃহস্পতিবার বেইজিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মধ্যে এক বৈঠক থেকে দুই মাসের মধ্যে দূতাবাস খোলা এবং তেহরান ও রিয়াদের মধ্যে যাত্রী বিমান চলাচলের ঘোষণা দেওয়া হয়।এমনকি, ইরানের প্রেসিডেন্ট রাইসি সৌদি আরব সফরের জন্য বাদশাহ সালমানের একটি আমন্ত্রণও গ্রহণ করেছেন বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন।’মূল সমস্য বিন সালমানের সাথে বাইডেনের’ -যে দেশটিকে ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো বোঝাপড়া, মীমাংসা অসম্ভব বলে মনে করা হতো, সেই আমেরিকা এই পুরো প্রক্রিয়ায় অনুপস্থিত। সূত্র: বিবিসি বাংলা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানে আতঙ্ক
উত্তর কোরিয়া একটি পরীক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপানের উত্তরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি সেখানকার বাসিন্দাদের আত্মরক্ষামূলক অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়াও হয়েছিল, কিন্তু পরে কোনো বিপদ ছাড়াই সবকিছু শেষ হয়।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নতুন মডেলের হতে পারে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কাছে উত্তর কোরিয়ার একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হতে পারে কারণ ২০১৭ সাল থেকেই এটি বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) উড়ে গিয়েছে। ক্ষেপণাস্ত্রের এ উৎক্ষেপণকে ‘গুরুতর উস্কানি’ বলে অভিহিত করেছে তারা। সূত্র: বিডি নিউজ