বদলি হওয়া প্রাথমিক শিক্ষকদের দ্রুত অবমুক্ত করার নির্দেশ
চলমান শিক্ষক বদলি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর(ডিপিই)। বদলি হওয়া শিক্ষকদের মধ্যে যারা আরেকজন শিক্ষক প্রতিস্থাপনের শর্তে বদলি হয়েছেন, তাদের দ্রুত অবমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব জেলা, উপজেলা থানা শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির অর্ডার হয়েছে তাদের শিফট ও একজন শিক্ষকের বিপরীতে ৪০ জন ছাত্র অনুপাত হিসেবে বিবেচনায় নিয়ে বদলি করা স্কুলে যোগদান করার জন্য দ্রুত অবমুক্ত করতে জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৬২০টি। এসব বিদ্যালয়ে শিক্ষক কর্মরত আছেন প্রায় ৪ লাখ ৪৩ হাজার শিক্ষক।
সারাদিন/১২ এপ্রিল/এমবি