শিশুর চিৎকারে জনতার হাতে আটক নারী অপহরণকারী

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক নারী অপহরণকারী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রীজনভ্যানে করে অন্যান্য আসামীদের সাথে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার (১০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড ভিলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই নারীর নাম আলেয়া বেগম (৪০)। সে সাভারের শ্যামলাশীর ভাড়ালিয়া পাড়া এলাকার আযামু মিয়া ওরফে আফসা মিয়ার মেয়ে।

অপহরণের চেস্টা করা ওই শিশুর নাম আসিফ। সে তার মা-বাবার সাথে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকে। তার বাবার নাম তোফাজ্জল মোল্লা।

পুলিশ জানায়, গতকাল দুপুর ২টার দিকে পল্লী বিদ্যুৎ আমার স্কুলের পিছনে তাদের বাসা থেকে শিশু আসিফ তার বাবার দোকান ফুড ভিলেজের দিকে যাওয়ার সময় ওই নারী তাকে অপহরণ করে বাইপাইলে দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই শিশু চিৎকার দিলে স্থানীয় জনতা ওই নারীকে আটক করে। পরে শিশুর বাবা তোফাজ্জল মোল্লা এগিয়ে এসে দেখেন তার শিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। জনসম্মুখে তাকে জিজ্ঞাসা করা হলে অপহরণের চেষ্টা করার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

Nagad

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাদরুজ জামান সারাদিন ডট নিউজকে বলেন, গতকাল রাতে এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালত পাঠানো হয়েছে।