এবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েল
এবার সিরিয়ার ওপর আর্টিলারি হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। রোববার (০৯ এপ্রিল) ভোরের দিকে এই হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ার পর তারা সিরিয়ার ওপর আর্টিলারি হামলা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনের গাজা, লেবানন, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে সহ ইসরায়েলের একাধিক ফ্রন্টে ক্রমবর্ধমান সহিংসতা বাড়ালে রোববার (০৯ এপ্রিল) এই হামলা চালালো দখলদার ইসরায়েল।
সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা সিরিয়ায় রকেট লঞ্চারের বিরুদ্ধে কামান এবং একটি ড্রোন হামলা চালিয়েছে।
সারাদিন/০৯ এপ্রিল/এমবি