আন্তর্জাতিক সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-কমিউনিকেশন, ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডভোকেসি।


পদসংখ্যা: একজন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন/সাংবাদিকতা/ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমাজবিজ্ঞান অনুষদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার ও উন্নয়ন ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কমিউনিকেশন, ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাডভোকেসিতে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্টিং, ফটোগ্রাফি, পাবলিকেশন ও মিডিয়া রিলেশনে দক্ষ হতে হবে।
বয়স: অন্তত ২৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
বেতন: মাসিক বেতন ৮০,০০০-৯০,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে একটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতা, মুঠোফোন বিল, সপ্তাহে দুই দিন ছুটিসহ অন্যান্য সুবিধা আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1138498&fcatId=12&ln=1 এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল, ২০২৩।
সূত্র- প্রথম আলো
সারাদিন/০৯ এপ্রিল/এমবি