আবার বেনজেমার হ্যাটট্রি, বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল
লা লিগায় আগের ম্যাচের মতো এবারও হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। এতে বার্সাকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা দিলো কার্লো আনচেলত্তির দল। এক সপ্তাহেই দুটি হ্যাটট্রিক হল ফরাসি এই তারকার। লজ ব্লাঙ্কোজদের হয়ে বাকি গোলটি করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ওসাসুনার।
বুধবার (৫ এপ্রিল) রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে স্প্যানিশ কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে এগিয়ে থেকে ২০১৪ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে পা দিলো রিয়াল মাদ্রিদ।


৩৫ বছর বয়সেও বেনজেমা যেভাবে উড়ছেন তাতে আগামী ব্যালন ডি’অরে নিশ্চিত লিওনেল মেসির সঙ্গে তুমুল এক লড়াই করবেন তিনি। বিশ্বকাপ জয়ী মেসির অষ্টম ব্যালন ডি’অর জয় হয়তো কেউ ঠেকাতে পারবে না; কিন্তু বেনজেমা সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবেন, নিশ্চিত।
স্প্যানিশ লা লিগায় পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক দূর এগিয়ে থাকতে পারে বার্সেলোনা; কিন্তু দুই দলের লড়াইয়ে রিয়াল যে এখনো অপ্রতিরোধ্য, তা আরো একবার দেখিয়ে দিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে কোপা দেল রের ফাইনালে পা দিলো ইউরোপিয়ান জায়ান্টরা। তবে লা লিগা শিরোপা ধরে রাখার আশা ফিকে হয়ে গেছে রিয়ালের। লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এই মাসে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে খেলবে মাদ্রিদের দলটি।