বানারীপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা
বরিশালে বানারীপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে মানবিক সহায়তা ঢেউ টিন ও অর্থ বিতরণ করা হয়।
রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক।


উ্পজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উ্পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল হাসান, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস মিজানুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন ফকির,যুবলীগ নেতা জয়ন্ত হালদার, ইউপি সদস্য সান্টু সরদার প্রমুখ।
এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মধ্য থেকে ১৮টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।