৩৪ শিক্ষক নেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৩৪ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে অধ্যাপক ৩ জন, সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ৭ জন ও প্রভাষক ২১ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক।


শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
আবেদন যেভাবে: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের https://www.sau.edu.bd/ এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত নমুনা ফরম (আবেদন ফরম-১) এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলিসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করা যাবে।
আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মূল সেটসহ ৮ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য মূল সেটসহ মোট ৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।
আবেদন ফি: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ মে, ২০২৩ পর্যন্ত।
সারাদিন/২৮ মার্চ/এমবি