ভারতীয় রেলস্টেশনের স্ক্রিনে টানা ৩ মিনিট চলল পর্ন ভিডিও
ভারতের বিহারে একটি রেলস্টেশনে প্ল্যাটফর্মের উপরে উন্মুক্ত একটি এলইডি স্ক্রিনে দেখানো হলো পর্ন ভিডিও। টানা ৩ মিনিট ধরে চলে পর্ন ভিডিও। এতে করে ওই স্টেশনে থাকা অনেক যাত্রীই বিব্রতকর অবস্থায় পড়েছেন।
স্থানীয় সময় রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় বিহারের পাটনা জংশন রেলওয়ে স্টেশনের এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন দেখানোর পরিবর্তে পর্ন ভিডিও দেখানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।


এনডিটিভির খবরে জানা গেছে, স্থানীয় সময় গত রোববার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটনা জাংশন রেলওয়ে স্টেশনের একটি এলইডি স্ক্রিনে পর্নো ভিডিও দেখা গেছে। টানা ৩ মিনিট চলে এই ঘটনা, তার ফলে অনেকেই দৃশ্যটি ভিডিও করতে সক্ষম হন। পরে প্ল্যাটফর্মেই এই ঘটনার প্রতিবাদ করেন যাত্রীরা এবং রেলওয়ে কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান।
এছাড়া সেই সময় অনেক যাত্রী বিক্ষোভ করেন এবং রেলওয়ে কর্মকর্তাদের অভিযোগ করেন। শেষ পর্যন্ত রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) হস্তক্ষেপ করে আপত্তিকর ভিডিও প্রচার বন্ধ করে।
এই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেক ব্যবহারকারী বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও রেলওয়ে মন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করেছেন ভিডিও।
সারাদিন/২০ মার্চ/এমবি