রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই প্রতিষ্ঠানটি কক্সবাজারে মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশনসে (এমআরআরও) কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র অফিসার-রিপোর্টিং, কমিউনিকেশন অ্যান্ড পিএসইএ।


পদসংখ্যা: একজন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন, সাংবাদিকতা, ইংরেজি, জেন্ডার ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইলেকট্রনিক পাবলিশিং ও গ্রাফিকস মেথড জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধান ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
কর্মস্থল: কক্সবাজার।
বেতন: মাসে ৭৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://hotjobs.bdjobs.com/jobs/bdrcs/bdrcs392.htm এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ, ২০২৩।
সূত্র- প্রথম আলো
সারাদিন/২০ মার্চ/এমবি