এলএবিসিসিআই ও বিডার মধ্যে নতুন সমঝোতা চুক্তি
বাংলাদেশের সঙ্গে লাতিন আমেরিকাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এই উদ্যোগের অংশ হিসেবে লাতিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলএবিসিসিআই) ও বিডার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাজধনাীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলএবিসিসিআইর সভাপতি মো. আনোয়ার শওকাত আফসার, বাংলাদেশে ব্রাজিল দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট নাহিদ ফেরদৌসী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এলএবিসিসিআইর সভাপতি আনোয়ার শওকাত আফসার প্রমুখ।
সারাদিন. ১৬ মার্চ