অপু-বুবলীর দ্বন্দ্বে যুক্ত হলো বর্ষা
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর টানাটানিতে এবার যুক্ত হয়েছেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
বর্তমানে শাকিব খান অবস্থান করছেন ওমানের রাজধানী মাস্কাটে। রোববার (০৫ মার্চ) প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। যা মুহূর্তেই ভাইরালও হয়।


এর কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সাথে সন্তানের ছবি পোস্ট করেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। যার ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘সুন্দর’।
বর্ষার সেই পোস্টটিও আবার শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলী। সোমবার (০৬ মার্চ) সেই পোস্টটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে শেয়ার করে বুবলী লিখেছেন, “ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা।”
বুবলীর এই পোস্টের আগে সোমবার (০৬ মার্চ) সকালে ফেসবুকে একটি ইউটিউব ভিডিও লিংক শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যে ভিডিওটির শিরোনাম- “অনন্ত জলিলের মেয়ের হলুদ রাত।”
সারাদিন/০৭ মার্চ/এমবি