অমর একুশে বই মেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি
এবারের অমর একুশে বইমেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম। তিনি বলেন. তবে এটা প্রকৃত চিত্র বলা যাবে না। কারণ অনেক প্যাভিলিয়ন তাদের বিক্রির তথ্য দেয়নি। আবার অনেক প্যাভিলিয়নের বই বিক্রির তথ্য গ্রহণযোগ্য মনে হয়নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।


গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ রাতেই শেষ হচ্ছে বইমেলা।
মুজাহিদুল ইসলাম জানান, এবারের বইমেলায় বাংলা একাডেমি ২৭ দিনে এক কোটি ২৪ লাখ টাকার বই বিক্রি করেছে। এবারও ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয় বলে জানান তিনি।
গত দুই বছর করোনা মহামারির কারণে ছন্দপতন হয় বইমেলায়। তবে এবার মাসব্যাপী নির্বিঘ্নে উৎযাপিত হয়েছে বাঙালির প্রাণের মেলা। অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থী ও পাঠকের সংখ্যা ছিল বেশি। মেলার শেষ দিকে এসে কথিত জঙ্গি হামলার হুমকিতেও কোনো প্রভাব পড়েনি।
মুজাহিদুল ইসলাম বলেন, আর্চওয়ে হিসাব অনুযায়ী- এবারের বইমেলায় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনার্থী এসেছে ৬৩ লাখ ৫৩ হাজার ৪৩৬ জন।