ঝিনাইদহে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ঝিনাইদহে বগুড়া জেলার কাহালু থানার চেক জালিয়াতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার লোহাজাল গ্রামের মঈন উদ্দিন ও তার স্ত্রী আছমা খাতুন।


র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, বগুড়ার মঈন উদ্দিন ও তার স্ত্রী আছমা খাতুন বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে ও চেক জালিয়াতির করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। পরবর্তিতে ভুক্তভোগীদের টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। এরপর ভুক্তভোগীরা থানায় ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় আদালত তাদের ৩ বছর ৩ মাসের কারাদণ্ড দেয় ও ৬৬ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করে। এ ছাড়া তাদের নামে ৫টি ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
রোববার ভোররাতে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে বগুড়া জেলার কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।