আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মো. নুরুল হুদাকে চিঠি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ডাকযোগে বাংলা একাডেমির অফিসে এ চিঠি পাঠানো হয়। পরে বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার মো. জাহাঙ্গীর আলম থানায় জিডি করেন। জিডির আবেদনে তিনি উল্লেখ করেন, আনুমানিক সকাল সাড়ে ১১ টায় আনসার আল ইসলামের মাওলানা মো. সাইদুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্রেরিত এক পত্রে অমর একুশে বইমেলার বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের। এমতাবস্থায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভূক্ত করে রাখা প্রয়োজন। সূত্র: সমকাল

ঢাকায় আদানির প্রতিনিধিদল, রামপাল-পায়রার দামেই বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি

রামপাল ও পায়রার মতো একই দামে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। তারা বলেছে, বাংলাদেশে বর্তমানে অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে যে দামে কয়লা আমদানি করা হয়, আদানিও একই দামে আমদানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দামও একই রকম হবে। এটা সামান্য এদিক-ওদিক হলেও তা খুব বেশি হেরফের হবে না। আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এবং পরে বিদ্যুৎ–সচিব হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ সিদ্ধান্ত জানায়। আদানি গ্রুপের বাংলাদেশ কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রাতে এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন- সূত্র: প্রথম আলো

অংশগ্রহণমূলক ভোট চ্যালেঞ্জে ইসি
♦ চলতি বছরের ডিসেম্বর না আগামী বছরের জানুয়ারি, সিদ্ধান্ত অচিরেই ♦ দুই দলের অনড় অবস্থান দেশের জন্য খুব বিপজ্জনক। আশা করি কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হবে : সিইসি

সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচনের চ্যালেঞ্জে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও তারা বলছে, রাজনৈতিক দলগুলোকে ভোটে নিয়ে আসার দায়িত্ব তাদের নয়। গ্রহণযোগ্য পরিবেশ তৈরির দায়িত্ব তাদের। ভোটে আসা-না আসা রাজনৈতিক দলগুলোর নিজস্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকরা ভোট নিয়ে তাদের মতামত ব্যক্ত করার পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সরকারি দল বলছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশিদের মতামত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের রাজনৈতিক ও ভোটাধিকারের সিদ্ধান্ত জনগণ নেবে। এদিকে নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ নিয়ে কাজ করছে। কীভাবে শান্তিপূর্ণ পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা যায়, সে চ্যালেঞ্জেই রয়েছে ইসি। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ঢাকায় আদানির প্রতিনিধি দল, কয়লার দাম নিয়ে আলোচনা শুরু

কয়লার দাম নিয়ে পিডিবির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) সঙ্গে আলোচনা শুরু করেছে আদানি গ্রুপ। ভারতের শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি গ্রুপ বাংলাদেশের কাছ থেকে কয়লার অতিরিক্ত দাম নিচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপকে চুক্তি সংশোধন করার অনুরোধ জানিয়ে পিডিবি একটি চিঠি দেয়। এ বিষয়ে প্রাথমিক আলোচনা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।পিডিবি এবং বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, আদনির একটি প্রতিনিধি দল পিডিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছে। প্রতিনিধি দলে আদানির প্রধান নির্বাহী এবং প্রধান ক্রয় কর্মকর্তা রয়েছেন। প্রতিনিধি দলের সঙ্গে আদানির ঢাকা অফিসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।পিডিবির পক্ষে প্রতিষ্ঠানটির দুজন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। তবে তাদের কেউই বৈঠকের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

নিত্যপণ্যের দামে ফুঁসছে মূল্যস্ফীতি

বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। গত দুই মাসের ব্যবধানে শুধু নিত্যপণ্য নয়, দুই দফা বেড়েছে বিদ্যুতের দাম। বেড়েছে প্রাকৃতিক গ্যাস ও এলপি গ্যাসের দামও। এতে বিদ্যুৎ ও গ্যাস নির্ভর নিত্যপণ্যের দামও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, দুই মাসের ব্যবধানে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে ৮ থেকে ৮৭ শতাংশ। গত ২২ ডিসেম্বর ও ২৩ ফেব্রুয়ারির বাজারদরের তুলনামূলক চিত্রে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ব্যবধানটি স্পষ্ট। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিচ্ছে মূল্যস্ফীতি, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের দৈনন্দিন জীবনে যা বেশ চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি জোরদার করার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি বিপণন সংস্থা টিসিবি এবং খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সূত্র: কালের কণ্ঠ

খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মতভেদ

রাজনীতিতে ফের আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হলেও নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছিল। যে শর্তে সাজা স্থগিত করা হয়েছিল সেখানে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন বা পারবেন না এমন কোনো শর্ত নেই। তারপরও সরকারের মন্ত্রী-এমপি ও নেতারাই এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েই যাচ্ছেন। কেউ বলছেন, নির্বাচন করতে পারবেন না, তবে রাজনীতি করতে বাধা নেই খালেদা জিয়ার। আবার কেউ বলছেন, রাজনীতি ও নির্বাচন কোনোটিই করতে পারবেন না খালেদা জিয়া।বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া না গেলেও দলটির নেতারা মনে করছেন, সরকারের এমপি-মন্ত্রী ও সরকারি দলের নেতারা নতুন ষড়যন্ত্র করছেন। তবে বিষয়টি রাজনৈতিক সমীকরণ আর রাজনৈতিক ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে বলে মনে করছেন বিশিষ্টজনরা। সূত্র: দৈনিক বাংলা

বিশ্ববাজারে কমলেও আমাদের পণ্যের দাম কেন চড়া থাকে?

যুদ্ধের অভিঘাতে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মূল্যস্ফীতি কমছে। কিছুক্ষেত্রে তা বিশেষজ্ঞদের শঙ্কাকেও অবজ্ঞা করছে। বৈশ্বিক প্রবণতার সাথে সামঞ্জস্য রেখে, আমাদের নিকট প্রতিবেশী চীন আর ভারতেও পতনের দিকে মূল্যস্ফীতির কাঁটা।কিন্তু, বাংলাদেশের চিত্র ভিন্ন। এদেশে বিশ্ববাজারে পণ্যদ্রব্যের দাম বাড়লেই, রুদ্ধশ্বাস গতিতে দেশের বাজারে দাম বাড়ে, কিন্তু বৈশ্বিক মূল্য পতনের বেলায়- সে হারে কমে না। অর্থনৈতিক তথ্যউপাত্তে দেখা যায়, জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হার ৬.৪ শতাংশে নেমে আসে, যা গত বছরের জুন মাসে হওয়া ৯.১০ শতাংশ বা চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির চেয়ে উল্লেখযোগ্যভাবে কমেছে। একইভাবে, অক্টোবরের ১০.৪ শতাংশের রেকর্ড উচ্চতা থেকে জার্মানির মূল্যস্ফীতি এক-চতুর্থাংশ হ্রাস পেয়েছে। বিশ্ববাজারে পণ্যদ্রব্যের দাম কমতে থাকায় – ইউরো-অঞ্চলে গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের জানুয়ারি নাগাদ মূল্যস্ফীতি ২.১ শতাংশীয় পয়েন্ট কমেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিআইএফসির অর্থ আত্মসাৎ
মেজর (অব.) মান্নান ও তার স্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে এক যুগ আগে ঋণ হিসেবে নেয়া সাড়ে ৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে বিআইএফসির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও তার স্ত্রীসহ ১৩ জনকে। একইভাবে বিআইএফসি থেকে প্রায় ১২২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে আরো কয়েকটি মামলা করেছে দুদক। প্রতিটিতেই এমএ মান্নানকে আসামি করা হয়েছে। নতুন করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর মান্নানের স্ত্রী এবং বিআইএফসির আরেক সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে ঋণ নেয়া প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. আমিনুর রহমান খান, বিআইএফসির পরিচালনা পর্ষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ-সূত্র: বিবিসি বাংলা।

রুশ অসন্তোষ বাংলাদেশের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না-পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের বন্দরে মার্কিন নিষেধাজ্ঞাভূক্ত রুশ জাহাজ ভিড়তে না দেয়ার ঘটনা দুই দেশের সম্পর্কের উপর কোন প্রভাব ফেলবে না বলে ঢাকায় সাংবাদিকদের বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বোঝাপড়াা এতটাই ভাল যে আমরা মনে করি না জাহাজের বিষয় নিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোন বিরূপ প্রভাব পড়বে।”গত ২১শে ফেব্রুয়ারি মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করে রুশ সরকার। সেখানে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৬৯টি জাহাজ কেন ভিড়তে দেয়া হলো না সে বিষয়ে দেশটি উদ্বেগ জানিয়েছে বলেও স্বীকার করেন মিজ সাবরীন।মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের জন্য পণ্য বহনকারী রুশ জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার সিদ্ধান্তের বিষয়ে মস্কো ঢাকার কুটনীতিক প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছে। সূত্র: বিবিসি বাংলা।

ষষ্ঠ-সপ্তমের পাঠ্যবইয়ে কী সংশোধন আসছে
অনুসন্ধানী পাঠ পুরোপুরিই বাদ যাবে; অনুশীলন বইও কিছু কিছু জায়গায় সংশোধন হবে।

পাঠ্যপুস্তকের ভুল-ভ্রান্তি নিয়ে আলোচনার মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই প্রত্যাহার ছাড়াও আরও তিনটি বইয়ের কিছু অধ্যায় সংশোধনের কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বইগুলো সংশোধন করে দেখবে প্রতিষ্ঠানটি; এক্ষেত্রে সংশোধনী বেশি হলে গোটা বই পাল্টে দেওয়ার কথা বলছেন সংস্থার চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম।তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিদ্ধান্তটি গতকালই আমাদের সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। তারা নতুন এই সিদ্ধান্তের ব্যাপারে ওয়াকিবহাল আছেন।“দুটি বই তো প্রত্যাহার হচ্ছে। আর যেসব বই সংশোধন হবে, সেগুলোর ব্যাপারে আমরা বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি।”পরবর্তী পদক্ষেপ নিয়ে এনসিটিবির চেয়ারম্যান বলেন, “তাদের (বিশেষজ্ঞ) মতামত অনুযায়ী বইগুলো সংশোধন হলে আমরা দেখবে এর আকার কেমন হচ্ছে। সংশোধনী খুব ছোট হলে আমরা তা স্কুলে স্কুলে পাঠিয়ে দেব। আর বেশি সংশোধনী আসলে আমরা পুরো বই পাল্টে দেব।” সূত্র: বিডি নিউজ