বগুড়ায় শাহজাহানপুরে বাসচাপায় প্রাণ গেল ৪ অটোযাত্রীর
বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।


বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত আটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় চালকসহ আরও তিনজন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালিত আটোরিকশার চালককেও মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন।