ব্রাজিলে বন্যা-ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এছাড়া ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কয়েক শতাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্রাজিলের সাও পাওলো প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান সেবাস্তিয়াও এবং বার্তিওগা শহর। গোটা লোকালয় বন্যায় পানিবন্দি। তাছাড়া পার্বত্য এলাকা থেকে ভারি পাথর গড়িয়ে পড়ছে ঘরবাড়ি-স্থাপনা। একই সাথে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত অনেক গাড়ি।

স্কাই নিউজের এক প্রতিবেদনে সাও সেবাস্তিয়াও শহরের মেয়র ফিলিপ অগাস্তো বলেন, সান সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে। ভূমি ধসের কারণে শহরে ৫০টি বাড়ি ধসে পড়েছে।

রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সাথে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন, এগুলোর মধ্যে কিছু এখনও অবরুদ্ধ হয়ে আছে। আর তাতে ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে দেশটিতে যাওয়া অসংখ্য পর্যটক আটকা পড়েছেন।

সাও পাউলো রাজ্য সরকার জানিয়েছে, ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। ব্রাজিলের সবচেয়ে ধনী এই রাজ্যটির উপকূলীয় এলাকায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

Nagad

সারাদিন/২০ ফেব্রুয়ারি/এমবি