আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

৪৭ বছর বয়সীর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান কিশোরীর, অতঃপর…

ব্যস্ত সড়কে একজন মধ্যবয়সী ব্যক্তি এক কিশোরীকে চুল ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। আঘাত করছেন ধারালো অস্ত্র দিয়ে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিন্দার ঝড় উঠেছে ভিডিওটি নিয়ে। ভিডিওটি নজরে আসার পর পুলিশ আটক করেছে ওই ব্যক্তিকে। পরে জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৬ বছর। আর অভিযুক্ত ব্যক্তির ৪৭ বছর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই কিশোরীকে প্রকাশ্য সড়কে এভাবেই আঘাত করেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়, ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়। রায়পুর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট (এসএসপি) প্রশান্ত আগরওয়াল বলেন, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি এলিয়াস মনোজ। তিনি একটি দোকান চালান। সেই দোকানে কাজ করে ভুক্তভোগী কিশোরী। মনোজ ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রত্যাখ্যাত হয়ে নির্মম এ কাণ্ড করেন তিনি। সূত্র: প্রথম আলো

রাশিয়াকে অস্ত্র দেওয়ার শঙ্কায় চীনকে হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধারণা, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে চীন। এই আশঙ্কা থেকে অস্ত্র পাঠানোর আগেই চীনের শীর্ষ এক কূটনীতিককে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পার্শ্বরেখায় গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে চীনের স্টেট কাউন্সেলর ওয়াং ইকে এই হুঁশিয়ারি দেন ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের কথিত নজরদারি বেলুন শনাক্তের ঘটনা নিয়েও বৈঠকে দেশটিকে তিরস্কার করেন তিনি।বৈঠকে ব্লিনকেন চীনের প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রাশিয়াকে সাহায্য বন্ধ করার আহবান জানান। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য বাড়ছে। বেইজিং রাশিয়ার জ্বালানি তেল কিনছে। ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ ভুক্ত দেশগুলোর বেঁধে দেওয়া ব্যারেলপ্রতি ৬০ মার্কিন ডলারেরও কম দামে কিনছে দেশটি। সূত্র: কালের কণ্ঠ

দেউলিয়া পাকিস্তান, স্বীকার করলেন প্রতিরক্ষামন্ত্রী
নাগরিকদের নিজের পায়ে দাঁড়ানোর ডাক

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। ক্রমেই রিজার্ভ কমে আসছে দেশটির। বিপর্যয় কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ইতোমধ্যেই ছয় বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে দেশটি। এবার স্পষ্টভাবেই নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার দাবি, পাকিস্তান এরই মধ্যে খেলাপি হয়ে গেছে। আর চলমান এ অর্থনৈতিক সংকটের জন্য ক্ষমতা চক্র, আমলাতন্ত্র ও রাজনীতিকদের দায়ী করেন খাজা আসিফ। ১৮ ফেব্রুয়ারি শনিবার পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে বেসরকারি একটি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। দ্যা ডন।খাজা আসিফ বলেন, ‘আপনারা হয়তো শুনে থাকবেন যে, পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে বা খেলাপি রাষ্ট্রে পরিণত হচ্ছে বা ভাঙনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে তা নয়, আমরা এরই মধ্যে খেলাপি হয়ে গেছি। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।’ প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত ৩৩ বছরে তিনি পাকিস্তানের সংসদ সদস্য, কিন্তু এর মধ্যে ৩২ বছর ধরেই রাজনীতির অবক্ষয় দেখছেন। একটি স্থিতিশীল দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গভীর এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার উপায় জানিয়ে খাজা আসিফ বলেন, এ সমস্যার সমাধান দেশের ভেতরেই আছে। আইএমএফের কাছে নয়। পাকিস্তানের দামি সরকারি জমিতে যে দুটি বিলাসবহুল গলফ কোর্স আছে, সে দুটি বিক্রি করলে দেশটির এক-চতুর্থাংশ ঋণ পরিশোধ করা সম্ভব হবে। ওই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক এ দৈন্যদশার জন্য ইমরান খান সরকারকেও কটাক্ষ করেন আসিফ। তিনি বলেন, ইমরান খানের আমলে দেশে ফের সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে এখন এক অরাজক অবস্থা চলছে। সূত্র: যুগান্তর।

রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের

Nagad

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে যে ইউক্রেনে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেনে রুশ আগ্রাসনকে এমন আখ্যা দিয়েছে।’ খবর ইয়োনহাপ এজেন্সি। কমলা হ্যারিস মস্কোর সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের একটি তালিকা পেশ করেন। এর মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও পাচার, মৃত্যুদণ্ড কার্যকরের মতো খুন, মারধর ও বিদ্যুত্স্পৃষ্টতা। কমলা হ্যারিস বলেন, ‘রাশিয়ার কর্মকাণ্ড আমাদের স্বাভাবিক মূল্যবোধ ও মানবতার আদর্শের ওপর আক্রমণ। রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ও কৌশলগত হামলা চালিয়েছে। যারা এ অপরাধ করেছে আমি তাদের সবাইকে বলছি। যারা এ অপরাধের সহযোগী তাদেরও বলছি। আপনাদের জবাবদিহি করতে হবে। ন্যায়বিচারের মুখে পড়তে হবে।’যুক্তরাষ্ট্রের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেবা। তিনি বলেন, ‘রাশিয়া একটি গণহত্যার যুদ্ধ শুরু করেছে। এ থেকে উদ্ভূত সবকিছুই মানবতার বিরুদ্ধে অপরাধ। ইউক্রেনের ভূখণ্ডে রুশ সেনাবাহিনীর সংঘটিত অন্যান্য নৃশংসতাও যুদ্ধাপরাধের শামিল। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য পর্যাপ্ত প্রমাণ থাকবে না। সূত্র: বণিক বার্তা।

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে হোঁচট

টানা তিন মাস ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের বেশি রপ্তানি আয় দেশে এলেও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে হোঁচট খেয়েছে। একক দেশ হিসেবে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এই দেশটিতে ৫৭২ কোটি ৯ লাখ (৫.৭২ বিলিয়ন) ডলারের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এই অঙ্ক গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৩ শতাংশ কম। অথচ ২০২১-২২ অর্থবছরের এই সাত মাসে আগের অর্থবছরের (২০২০-২১) একই সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র থেকে ৪৭ শতাংশ বেশি রপ্তানি আয় দেশে এসেছিল। এক বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশটির মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সে কারণে তারা অতিপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য পণ্য কম কিনছেন। সে কারণেই আমেরিকায় বাংলাদেশের রপ্তানি কমে গেছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার দেশভিত্তিক পণ্য রপ্তানির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি থেকে মোট ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ (৩২.৪৫ বিলিয়ন) ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ বেশি। কিন্তু প্রধান বাজার আমেরিকা থেকে আয় কমেছে। সূত্র: দৈনিক বাংলা।

ইউক্রেনকে আরও সহায়তার আশ্বাস

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের এক বছর পূর্ণ হতে চলেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। কেউ আশা করেনি যে ইউক্রেন রাশিয়ার সামনে দাঁড়াতে পারবে কিন্তু এ যুদ্ধ এক বছর হতে চলেছে এবং এখনো ইউক্রেন সুপার পাওয়ার দেশ রাশিয়াকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে। এ অবস্থায় বিশ্বের প্রভাবশালী সাত দেশের সংগঠন জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। জাপান গত শনিবার জার্মানির মিউনিখে জি৭-এর ওই বৈঠকের আয়োজন করে, যেখানে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আলোচনা হয়। উল্লেখ্য, জি৭-এর এবারের স্বাগতিক দেশ জাপান। আগামী মে মাসে এ সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক। তার আগে গত পরশু মিউনিখে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকেও আমন্ত্রণ জানানো হয়। তিনি টুইট করেছেন, ‘আমি জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার আমন্ত্রণে জি৭ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছি। আমরা ২০২৩ সালে ইউক্রেনের জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুর ওপর দৃষ্টি রেখেছি। অস্ত্রের দ্রুত সরবরাহ এবং নতুন নিষেধাজ্ঞা থাকবে। রাশিয়ার উপলব্ধি করা উচিত যে আমরা তার আগ্রাসন মোকাবিলায় ক্লান্ত হব না। সূত্র: বিডি প্রতিদিন।

আমরা রাশিয়ার অংশ হতে চাই, বলছেন মলদোভার বিক্ষোভকারীরা

মলদোভার পার্লামেন্টের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। তারা প্রত্যেকেই তাদের দারিদ্র্য ও হতাশার ব্যক্তিগত গল্প নিয়ে হাজির হয়েছেন। কেউ কেউ কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমরা হাসির পাত্র, সরকার আমাদের উপহাস করছে।’নীল রঙের পশমী টুপি পরা অলা বলেন, এখানে চার-পাঁচটি বাচ্চা আছে যাদের আসলে খাওয়ার কিছুই নেই। খবর বিবিসির-মলদোভার প্রেসিডেন্টের মতে, এখানকার বাসিন্দারা তাদের আয়ের ৭০ শতাংশের বেশি ব্যয় করে জ্বালানি বিল দিতে। অলা জানান, তার পেনশনের অর্ধেক গ্রাস করেছে সরকার। তিনি বলেন, আমরা যখন সরকারকে নির্বাচিত করেছিলাম, তখন বেতন এবং পেনশন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু আমরা এখন পর্যন্ত একটি পয়সাও বাড়াতে দেখিনি। বেরেনচি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ‘আমরা ভয় পাই না। কারণ, রাশিয়া যদি মলদোভা দখল করতে চায় তবে তারা অর্ধেক দিনের মধ্যে তা করতে পারবে।’তিনি আরও বলেন, তিনি রাশিয়াকে স্বাগত জানাবেন। সূত্র: সমকাল

চীন ইউক্রেনে লড়াইয়ের জন্য রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীন রাশিয়াকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ দেয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
মিস্টার ব্লিনকেন সিবিএস নিউজকে জানিয়েছেন, চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন ধরণের সরঞ্জাম সরবরাহ করছে। তিনি আরো বলেন, নতুন কিছু তথ্য থেকে মনে হচ্ছে বেইজিং এখন “প্রাণঘাতী” অস্ত্রশস্ত্রও সরবরাহ করতে পারে।তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর জন্য চীনকে “গুরুতর পরিণতি” ভোগ করতে হতে পারে।চীন এরকম খবর অস্বীকার করেছে যে মস্কো তাদের কাছে সামরিক সরঞ্জাম চাইছে।চীনা প্রেসিডেন্ট শি জিন পিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র এবং এখনো পর্যন্ত তিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানের কোন নিন্দা করেননি। তবে এই সংঘাতে তিনি নিরপেক্ষ সূত্র: বিবিসি বাংলা।

ব্রাজিলে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, ৩৬ মৃত্যু

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে, জানিয়েছে সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ। রোববার রাজ্য কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এসব প্রাকৃতিক দুর্যোগে আরও কয়েকশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।সোমবার সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন, এগুলোর মধ্যে কিছু এখনও অবরুদ্ধ হয়ে আছে আর তাতে ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে দেশটিতে যাওয়া অসংখ্য পর্যটক আটকা পড়েছেন। সূত্র: বিডি নিউজ

তুরস্কের দেওয়া ত্রাণই তুরস্ককে ভূমিকম্পের ত্রাণ হিসেবে পাঠাল পাকিস্তান!

ভয়াবহ বন্যার সময় তুরস্ক পাকিস্তানকে ত্রাণ পাঠিয়েছিল। এবার ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সেই ত্রাণ পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান। এক সাংবাদিকের বরাত দিয়ে ভারতের জিনিউজ জানিয়েছে, পাকিস্তানি কর্তৃপক্ষ ত্রাণের বাক্স বাইরে থেকে বদলালেও ভেতরে দেওয়া বাক্সগুলো পরিবর্তন করতে ভুলে গিয়েছিলেন। এর ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে কনস্যুলেট জেনারেল। এ ঘটনায় দেশটির গণমাধ্যমগুলো হতাশা প্রকাশ করেছে। পূর্ববর্তী ব্যর্থতার পর নতুন এ ঘটনা প্রকাশ্য আসায় পাকিস্তান সরকার নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলো। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের কথা থাকলেও আঙ্কারার পরামর্শে তা বাতিল করতে হয়।তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের দুই দিন পর শেহবাজ ও তার পররাষ্ট্রমন্ত্রীর তুরস্ক ভ্রমণ করার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক এ সংকটের সময় জনগণের অর্থ ব্যয় করে আন্তর্জাতিক ভ্রমণের এ পরিকল্পনা সমালোচিত হয় পাকিস্তানে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।