অধ্যাপক তাহের হত্যা: রিভিউ শুনানি শেষ, বাকি দুই আসামির বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কেয়ারটেকার জাহাঙ্গীরের আপিল বিভাগের রায় পুর্নবিবেচনা (রিভিউ) শুনানি শেষ হয়েছে। এই মামলার বাকি দুই আসামির রিভিউ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ৮ বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন।


এ সময় আপিল বিভাগ বলেন, প্রফেসর তাহেরের মতো অধ্যাপক তৈরিতে আমাদের অনেক বছর লেগে যায়।
২০০৬ সালের ০১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে অধ্যাপক ড. এস তাহেরের লাশ উদ্ধার করা হয়। এরপর ০৩ ফেব্রুয়ারি নিহতের ছেলে সানজিদ আলভি আহমেদ রাজশাহীর মতিহার থানায় অজ্ঞাতপরিচয় আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে তাহেরকে হত্যা করা হয়।
এরপর এই মামলায় ২০০৭ সালের ১৭ মার্চ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চার জনকে ফাঁসির আদেশ ও দুই জনকে খালাস দেন।
দণ্ডিতরা হলেন- একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, নিহত অধ্যাপক ড. তাহেরের বাসারের কেয়ারটেকার মো: জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলমের ভাই নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধী আব্দুস সালাম।
খালাসপ্রাপ্তরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মাহবুবুল আলম সালেহী ও আজিমুদ্দিন মুন্সী।
সারাদিন/১৯ ফেব্রুয়ারি/এমবি