শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগের বশির মৃধাকে গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

কলাপাড়ায় এক শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যার পরে ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃর্ধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই খণ্ড কালীন শিক্ষিকা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাত ১০টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির চেষ্টা চালায়। পরবর্তীতে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানায়, আসামিকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদিন. ১৮ ফেব্রুয়ারি