ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ঘানার ফুটবলারের লাশ উদ্ধার
বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর তুরস্কের প্রদেশ হাতাইয়ে ঘানার আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু’র বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ক্রিশ্চিয়ান আতসুর এজেন্ট নানা সেচেরে এক টুইটার পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


৩১ বছর বয়সী ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ০৬ ফেব্রুয়ারির বিধ্বংসী ভূমিকম্পে তুর্কী প্রদেশ হাতাইয়ের আন্টাকিয়ায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকে আতসু নিখোঁজ ছিলেন।
তুরস্কের একটি শীর্ষস্থানীয় ক্লাব হাতায়স্পোর টুইটারে এক পোস্টে বলেছে, “আমাদের দুঃখ প্রকাশের আর কোন ভাষা নেই। তোমাকে আমরা ভুলব না, আতসু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে সুন্দর মানুষ।”
শনিবার এক টুইটার পোস্টে ক্রিশ্চিয়ান আতসুর এজেন্ট নানা সেচের লিখেছেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে দুঃখজনকভাবে ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি রইলো আমার গভীর সমবেদনা প্রার্থনা এবং সমবেদনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
আতসু সৌদি আরবের দল আল রায়েদের সাথে এক মৌসুম খেলার পর ২০২২ সালের সেপ্টেম্বরে হাতায়স্পোরে যোগ দেন। গত ০৫ ফেব্রুয়ারি তুর্কী সুপার লিগ ম্যাচে তিনি জয়সূচক গোল করেন।
ক্রিশ্চিয়ান আতসু ঘানার হয়ে ৬৫টি ম্যাচ খেলেছেন এবং তার দেশকে ২০১৫ সালের আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন। তবে দলটি পেনাল্টিতে আইভরি কোস্টের কাছে পরাজিত হয়। সেই টুর্নামেন্টে আতসু সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পর্তুগিজ ফুটবল ক্লাব এফসি পোর্তো থেকে ২০১৩ সালে তিনি চেলসি’তে যোগ দেন এবং এভারটন, বোর্নমাথসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন।
দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ার ভূমিকম্প এবং পরবর্তী আফটারশকগুলিতে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হায়েছেন।
সারাদিন/১৮ ফেব্রুয়ারি/এমবি