সিলেটে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

সিলেটে বিভাগীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় সিলেটের মোহাম্মদ আলী জিমনেসিয়াম এ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, সিলেট মহানগড় আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য জনাব মানতাশা আহমেদ, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি জনাব স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোঃ নাজিম হাসান সাত্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উপ-মহাব্যবস্থাপক জনাব ম. সুহেল হাওলাদার, নাসিব সিলেট জেলার সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রেস ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।