সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম গত ৯ ফেব্রুয়ারি রাতে সিঙ্গাপুর যান। চিকিৎসা শেষে দুজনই বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সস্ত্রীক ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।