‘আমরা তো গণতান্ত্রিক দেশের জন্য যুদ্ধ করেছি, স্বাধীন করেছি’
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোট কেন্দ্রে যেতে পারেন না-এজন্য তো দেশটা স্বাধীন হয়নি। আমরা তো গণতান্ত্রিক দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে আমি ভোট দিতে পারব না কেন? দুধের মধ্যে তেঁতুল পড়লে দুধ নষ্ট হয়। সুতরাং শেখ হাসিনা যেখানে আছে সেখানে গণতন্ত্র নষ্ট। অর্থাৎ যেখানে শেখ হাসিনা থাকে সেখানে গণতন্ত্র থাকে না।’
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।


দেশ ও দেশের জনগণকে বাঁচাতে সবাইকে রাজপথে নামার আহ্বানও জানিয়েছেন। আজ শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পড়া-মহল্লায় পদযাত্রা কর্মসূচি শেষে আলুকান্দা স্যান্ড বাজারে সংক্ষিপ্ত পথ সভায় তিনি আহ্বান জানান।
বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
গয়েশ্বর বলেন, ‘আজ দেশের ৪৫শ ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি হচ্ছে। দাবি এক, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা আমাদের ভোটের অধিকার চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, কেন্দ্রে গিয়ে দেব এবং রাতে নয় দিনে দেব। এটা হচ্ছে আমাদের মূল দাবি।’
আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। বর্তমান সরকারের অধীনেও কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন গয়েশ্বর চন্দ্র রায়।
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করছে বিএনপি। একই দিন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ ডেকেছে আওয়ামী লীগ।
এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার কর্মসূচিতে যোগ দেয়।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে যোগ দিতে আহ্বান করেন।