স্বল্প পুঁজি তাড়া করতে নেমেও হারলো নাসিরের ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৭তম ম্যাচে মাত্র ১১৮ রানের পুঁজি নিয়েও জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপরীতে এবারের বিপিএলে নিজেদের শেষ ম্যাচে স্বল্প পুঁজি তাড়া করতে নেমে হেরে বিদায় নিলো নাসির হোসেনের নেতৃত্বে ঢাকা ডমিনেটর্স।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


এদিন রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আরফাত সানির ৪ উইকেট চট্টগ্রামকে আটকে রাখে ১১৮ রানে। এই রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ঢাকা করতে পারে মাত্র ১০৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১১৮/৮।
(মারুফ ৮, ইরফান ৭, উন্মুক্ত ০, আফিফ ১, উসমান ৩০, শুভাগত ১, ক্যাম্পার ১১, রাসুলি ৫, জিয়াউর ৩৪*, মৃত্যুঞ্জয় ৪*; শরিফুল ৪-০-২৬-০, আল আমিন ৩-০-২২-১, নাসির ৪-০-১৫-০, সানি ৪-০-২২-৪, জুবায়ের ১.১-০-১৮-০, হামজা ৩.৫-০-১৩-১)।
ঢাকা ডমিনেটর্স: ২০ ওভারে ১০৩/৯।
(সৌম্য ২১, আল মামুন ২, আরিফুল ৭, নাসির ২৪, ব্লেইক ১৩, জাহিদউজ্জামান ১৮, হামজা ১, শরিফুল ৩, আল আমিন ৩*, সানি ০, জুবায়ের ১*; শুভাগত ৪-০-২৩-১, মৃত্যুঞ্জয় ৪-০-২৯-২, ক্যাম্পার ৪-০-১৫-৩, জিয়াউর ৪-০-১৫-২, নিহাদ ৪-০-২০-১)।
ফলাফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৫ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জিয়াউর রহমান।
সারাদিন/০৭ ফেব্রুয়ারি/এমবি