টাঙ্গাইলে ঈমামকে মারধরের ঘটনায় দুইভাই গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুরের হাতকুড়া জামে মসজিদের ঈমাম সাইফুল ইসলামকে মারধরের ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের আসাদুজ্জামান আসাদ (৩৫) এবং তার ভাই আশরাফুল ইসলাম কদম আলী (৩০)।
পুলিশ জানিয়েছে, গত ১৮ জানুয়ারি হাতকুড়া জামে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সাথে বিরোধের জের ধরে ওই দুইভাই মসজিদের ঈমাম মুফতী সাইফুল ইসলামের ওপর চড়াও হয়। একপর্যায় তারা ঈমামকে মারধর করেন। এই ঘটনায় গত ২০ জানুয়ারি ওই দুইভাইকে আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন ঈমাম সাইফুল ইসলাম। ১৫ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় গত ০৪ ফেব্রুয়ারি কুরনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মুসুল্লিরা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম গণমাধ্যমকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে আত্মীয়বাড়ি থেকে দুইভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
সারাদিন/০৬ ফেব্রুয়ারি/এমবি