স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে, ইউপি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুন্ডে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের লালানগর থেকে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রবিন চৌধুরী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
ভুক্তভোগী স্বামী-স্ত্রী সীতাকুন্ডে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সূতা তৈরির কারখানায় চাকরি করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, “রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতে এক নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। শনিবার রাতে ওই নারীর স্বামীকে বেঁধে রেখে তার সামনেই ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহার পেয়ে আমরা অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এজাহারে আরও দুই জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সীতাকুণ্ড থানার এসআই হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে উদ্ধার করি। পরে ধর্ষণের শিকার ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।”
সারাদিন/০৬ ফেব্রুয়ারি/এমবি