ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভেবো না: মেয়েকে রাভিনা
“ছেলেরা তাকালেই নিজেকে নায়িকা ভাববার কোনো কারণ নেই। ওরা সবার দিকেই তাকায়। এটা ওদের অসুখ।” এই কথা মেয়ে রাশা-কে বলেন মা বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা। যেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় অভিনেত্রীর ওই কথাগুলো শুনে হেসে কুটিকুটি মেয়ে রাশা।


সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক সময় প্রেমের সম্পর্ক ছিলো সহ-অভিনেতা বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাথে। তাদের এই সম্পর্ক পরবর্তীতে বাগদান পর্যন্তও গড়ায়। কিন্তু অক্ষয় আবার সম্পর্কে জড়ান টুইঙ্কেল খান্নার সাথে। প্রেমে বড়সড় ধরনের ধোঁকা খান নায়িকা রাভিনা। তাই তো মেয়েকে ছেলেদের ব্যাপারে মজার ছলেই সতর্কবার্তা দিচ্ছেন মা।
শোনা যাচ্ছে, শিগগির বলিউডে অভিষেক ঘটবে রাশার। অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনকে দেখা যাবে তার বিপরীতে। থাকছেন অজয়ও। সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক কাপুর।
চলতি বছর ভারতের সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী জেতেন রাভিনা। চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ভারত সরকার তাকে সম্মানিত করে।
সারাদিন/০৪ ফেব্রুয়ারি/এমবি