সমকামিতা নিষিদ্ধ করে নতুন আইন করলো পুতিন
রাশিয়ায় সমকামিতা তথা এলজিবিটিকিউ সংক্রান্ত সব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুতিন প্রশাসন। এই সংক্রান্ত নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ডিসেম্বর মাস থেকেই দেশটিতে এই আইন চালু হয়েছে। সেখানে বিপরীত লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বিষয় বলে উল্লেখ করা হয়েছে।


নতুন আইনে রাশিয়ায় সমলিঙ্গের প্রেম, বিয়ে সমস্ত কিছুর উপর কার্যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিছুদিন আগে সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল সমস্ত বই, সিনেমা, শিল্পকর্মের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার সরকার।
পুতিন সরকার জানিয়েছে, কোনো বই যদি সমলিঙ্গের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে তা বাজার থেকে তুলে নিতে হবে। বিক্রি করা যাবে না। যে সমস্ত সিনেমায় সমলিঙ্গকে সমর্থন করা হয়েছে, তা রাশিয়ায় নিষিদ্ধ।
শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে কেউ যদি সমলিঙ্গের সমর্থনে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। অর্থাৎ সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। আইন করে এই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমের দাবি, পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত জরিমানা হতে পারে।
সারাদিন/০২ ফেব্রুয়ারি/এমবি