বেতিসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সা
স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রিয়াল বেতিসের মুখোমুখি বার্সেলোনা। এদিন দুর্দান্ত ফুটবল খেলেছে বার্সা। রবার্ট লেভানদোভস্কি ও রাফিনহার গোলে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এর মধ্য দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো দলটি।
বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে রিয়াল বেতিসের মাঠে তাদের বিপক্ষে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতে বার্সেলোনা।


দ্বিতীয়ার্ধে রাফিনিয়া গোল করে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। পরে অবশ্য আত্মঘাতী একটি গোল করে জুল কুন্দে।
এই জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৮ পয়েন্ট এগিয়ে গেল কাতালান ক্লাবটি। ১৯ ম্যাচে ১৬ জয় এবং ২ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৫০। এক ম্যাচ কম খেলে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৪২।
এই জয়ে বার্সেলোনা সবমিলিয়ে তাদের খেলা ১৪ ম্যাচে অপরাজিত থাকলো। বিশেষ করে সবশেষ ৯ ম্যাচেই তারা জিতেছে।
দলের জয়ের চেয়েও খেলায় শিষ্যদের আধিপত্য দেখে খুশি হয়েছেন কোচ জাভি। তিনি বলেন, “ম্যাচটি নিয়ে খুবই খুশি। জিরোনা ম্যাচের সাথে তুলনা করলে আমরা অনেক উন্নতি করেছি। আমরা দুর্দান্ত এক ম্যাচ খেলেছি। আজ বল না হারানোটাই মুখ্য ছিল এবং তা আমরা কমিয়ে দিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়েছি।”
সারাদিন/০২ ফেব্রুয়ারি/এমবি