বরিশালকে হারিয়ে আশা বেঁচে রইলো ঢাকার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে গ্রুপ পর্বের দশম ম্যাচে এসে জয় পেয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। আজ ফরচুন বরিশালের বিপক্ষে হারলে তাদের বিদায় নিশ্চিত হয়ে যেত। কিন্তু তৃতীয় জয়ে শেষ চারের আশা তাদের বেঁচে রইলো।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্স। এই হারেও অবশ্য বরিশালের প্লে-অফের পথ কঠিন হয়নি।

৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে ফরচুন বরিশাল। তবে ম্যাচ হারের পাশাপাশি প্লে-অফ নিশ্চিত করতে না পারার আক্ষেপ নিশ্চয়ই আছে সাকিব আল হাসানের।

হারের বৃত্ত ভাঙা ঢাকা ডমিনেটর্সের এটা তৃতীয় জয়। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নাসিরের দল, তাদের ম্যাচ বাকি আর দুইটি। শেষ দুই ম্যাচ জিতেও বিদায় নিতে হতে পারে তাদের, কারণ ১০ পয়েন্ট যথেষ্ট নাও হতে পারে।

বিপিএলের সিলেট পর্বের শেষ দিনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাকিব। ওপেনার এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি আরও কয়েকটি ছোট ইনিংসে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ফরচুন বরিশাল।

জবাবে ঢাকা ডমিনেটর্সের উড়ন্ত সূচনা এনে দেওয়া মিথুন ও সৌম্য দু’জনই দারুণ ইনিংস খেলেন। এরপর আল মামুন, নাসির, অ্যালেক্স ব্লেকদের ব্যাটে ৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা।

Nagad

সারাদিন/৩১ জানুয়ারি/এমবি