আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

রাজতন্ত্রের সমালোচনা করে পোস্ট, ২৮ বছরের কারাদণ্ড তরুণের

রাজতন্ত্রের বিরোধিতা করার অপরাধে তিরাকোতের বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ আনা হয়েছিল। তাঁর আইনজীবী গতকাল বৃহস্পতিবার জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিরাকোতে। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।তিরাকোতের আইনজীবী আরও জানান, যেসব অপরাধে তাঁর মক্কেল দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়া কথা। তবে আদালত সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিরাকোতে। তবে আদালত তাঁকে তিন লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে জামিন দিয়েছেন।থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের সঙ্গে বড় মেয়ে রাজকুমারী বজ্রকিতিয়াভার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে আদালত যে রায় দিয়েছেন, সেটা থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রকে অপমান করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। সূত্র: প্রথম আলো

এখনই যুদ্ধের চিত্র পাল্টাবে না

ইউক্রেনের নিরন্তর দেনদরবারের পর অবশেষে জার্মানি ও যুক্তরাষ্ট্র পর পর তাদের লেপার্ড ২ ও এম১ আব্রামস ট্যাংক দিতে সম্মতির কথা জানিয়েছে। বুধবার জার্মানির আইনসভায় চ্যান্সেলর ওলাফ শোলজ লেপার্ড ২ দেওয়ায় সম্মতির কথা জানানোর পর একই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁদের প্রধান যুদ্ধ ট্যাংক (এমবিটি) আব্রামস দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। ইউক্রেনের জন্য এই খবর স্বস্তির হলেও ট্যাংকগুলো হাতে পেতে সময় লাগবে বলে হুট করেই যুদ্ধের চেহারা পাল্টানোর আশা নেই।ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের জন্য আব্রামস ট্যাংকের উপযুক্ততা নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে নানা বিতর্ক চলে। তবে শেষ পর্যন্ত ৩১টি ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর কিছু আগে প্রথম দফায় ইউক্রেনে ১৪টি লেপার্ড ২ ট্যাংক পাঠানোর ঘোষণা দেয় বার্লিন। সূত্র: কালের কণ্ঠ

ডিজিটাল স্ক্যানে উদ্ধার ২৩০০ বছরের পুরনো মমির রহস্য

আধুনিক এ সমাজে আগ্রহ আর রহস্যের শেষ নেই মমিকে ঘিরে। কী গূঢ় রহস্য রয়েছে কাপড়ে মোড়া হাজার হাজার বছর পুরনো এই লাশগুলোর পেছনে? সেই রহস্যের সমাধান করতেই এবার ডিজিটাল স্ক্যান করা হলো মমির! আর তার মাধ্যমে ২৩০০ বছর আগে মমি করা এক কিশোরের বিস্তারিত জানতে পেরেছেন গবেষকরা। কায়রো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের বিশ্বাস, এই কিশোর ধনী এবং মিসরের বাইরের ছিলেন। রেডিওলজির অধ্যাপক সাহার সালিমের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল ওই মমিটি নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। এ কিশোরের পরিবার ধনী এবং সমাজের উচ্চ স্তরের ছিলেন বলে মনে করেন তারা। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

বিশ্ব অর্থনীতি ১.৯% সম্প্রসারণের পূর্বাভাস জাতিসংঘের

চলতি বছর বিশ্ব অর্থনীতি সম্প্রসারিত হতে পারে ১ দশমিক ৯ শতাংশ। কভিড-১৯-এর প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সংকটের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় আকারের ধাক্কা লাগতে পারে। জাতিসংঘের অর্থ ও সমাজবিষয়ক বিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এপি।জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি সম্ভাবনা ১ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালের প্রাক্কলনে যেখানে ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। এদিকে ২০২৪ সালে ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির আশাবাদ জাতিসংঘের। অবশ্য তা নির্ভর করবে মূল্যস্ফীতি প্রশমন ও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ওপর। ১৭৮ পৃষ্ঠার প্রতিবেদনের ভূমিকায় জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেন, উচ্চমূল্যস্ফীতি, আগ্রাসী মুদ্রানীতি ও ক্রমবর্ধমান অনিশ্চয়তায় বিশ্ব অর্থনীতিতে মারাত্মক শ্লথগতি দেখা দিয়েছে। সূত্র: বণিক বার্তা ।

ভোটের আগে কঠিন নির্বাচনি আইন আনল মিয়ানমার জান্তা

প্রায় দুবছর আগে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা মিয়ানমারের সামরিক জান্তা এবার রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন কঠিন শর্ত সংবলিত আইন জারি করল।আগামী আগস্টে মিয়ানমারে জাতীয় নির্বাচন দেওয়ার কথা রয়েছে সামরিক বাহিনীর। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’-এ প্রকাশিত আইনটি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, এমনভাবে এটি করা হয়েছে যাতে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর অর্থবহ কোনো বিরোধী পক্ষ না থাকে। ফলে সামরিক বাহিনী নির্বাচনের আয়োজন করলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১০ সালের আইন বাতিল করে নতুন জারি করা আইনে বলা হয়েছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত’ কিংবা ‘বেআইনি’ কোনো সংগঠন বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নে নির্বাচনে অংশ নিতে চাওয়া দলকে রেজিস্ট্রেশনের তিন মাসের মধ্যে অন্তত এক লাখ সদস্য থাকতে হবে। সূত্র: সমকাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি বাধা ছাড়া প্রদর্শিত হলো

বিবিসির তৈরিকৃত ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’ ডকুমেন্টারি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। ডকুমেন্টারিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে উল্লেখ করে ইতিমধ্যেই এ সম্পর্কিত লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও গতকাল (বৃহস্পতিবার) সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবসে ডকুমেন্টারিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শিত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। যাদবপুরে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এ ডকুমেন্টারিটি দেখানোর সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে শিক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে। নির্ধারিত সময়ে ডকুমেন্টারিটি বড় প্রজেক্টরে দেখানো শুরু হয়। তবে বেশ কিছুক্ষণ প্রদর্শনের পর প্রজেক্টরে সমস্যা হওয়ায় ল্যাপটপ উঁচু করে ডকুমেন্টারিটির সম্প্রচার শেষ করা হয়। গতকালের এ প্রদর্শনে বিশ্ববিদ্যালয়টির প্রায় ২০০ শিক্ষার্থী এই ‘বিতর্কিত’ ডকুমেন্টারি দেখেছেন। তবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রদর্শনী নিয়ে কোনও ঝামেলা বা বিরোধিতা হয়নি। এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (এসএফআই) আঞ্চলিক কমিটির সম্পাদক শুভঙ্কর মজুদার। সূত্র: দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড।

মিয়ানমারে সেনাশাসন শুরুর পর আফিম উৎপাদন বেড়েছে

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে উৎপাদন বেড়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, গত এক বছরে দেশটিতে পপির চাষ এক তৃতীয়াংশ বেড়েছে। খবর দ্য গারডিয়ানের। মাদক ও অপরাধ বিষয়ক ওই প্রতিবেদনটি গত বৃহস্পতিবার প্রকাশ করে জাতিসংঘ। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে আফিম চাষ ও উৎপাদন বেড়েই চলছে। ২০২২ সালে পুরো মৌসুমে মিয়ানমারে আফিম চাষের এলাকা ৩৩ শতাংশ বেড়ে ৪০ হাজার ১০০ হেক্টরে দাঁড়িয়েছে।জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেছেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাশাসন শুরুর পর মিয়ানমারের জনগণের অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত বিষয় ছাড়াও দেশটিতে চলমান অস্থিতিশীল অবস্থার মধ্যে কৃষকদের আফিম চাষ ছাড়া তেমন কোনো পথ খোলা ছিল না।ডগলাস বলেন, দেশটি আফগানিস্তানের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আফিম ও হেরোইন উৎপাদনকারী দেশ। সূত্র: দৈনিক বাংলা।

পশ্চিমা ট্যাংক সরবরাহে চটেছে মস্কো
ইউক্রেনে রাতভর হামলা
৫৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কিয়েভেই ১৫টি। ২৪টি ইরানি ড্রোন ভূপাতিত * কিয়েভসহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন * হতাহতের সংখ্যা নিয়ে কোনো মাথাব্যথাই নেই জেলেনস্কির। বরং রাশিয়াতেই মৃত লোকের সংখ্যা নিয়ে বেশি ভাবছেন

জার্মানি-যুক্তরাষ্ট্র দুই দেশই ট্যাংক দেবে ইউক্রেনকে। বুধবার দেশ দুটির এ চূড়ান্ত ঘোষণায় চটে গিয়ে রাত থেকেই ইউক্রেনে জোরালো হামলা শুরু করে রাশিয়া। গার্ডিয়ান বলছে, দফায় দফায় ৫৫টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। জার্মানি ও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ট্যাংক দিতে সম্মতির পরপরই বৃহস্পতিবার দেশটির দক্ষিণে আজভ সাগর থেকে রাতভর হামলা চালায় রুশ বাহিনী। ইরানে প্রস্তুত ড্রোন দ্বারা এ হামলা চালানো হয় বলে জানায় ইউক্রেন প্রশাসন। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ৪৭টি ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে কিয়েভেই ২৪টি। এছাড়াও অঞ্চলটিতে দুটি জ্বালানি স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। এএফপি। হামলা থেকে বাঁচতে কিয়েভের বোমা আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত পাতাল রেলস্টেশনে আশ্রয় নেয় কিয়েভের জনগণ। কিয়েভের সামরিক বাহিনীর প্রধান জানান, রাতের প্রথমার্ধেই ১৫টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশবাহিনী। ত্বরিত পদক্ষেপ হিসাবে দেশজুড়ে সতর্কতা জারি করে কিয়েভ। শুধু বড় বড় স্থাপনা নয়, বিদ্যুৎকেন্দ্রগুলোও টার্গেট করে মস্কো। সূত্র; যুগান্তর

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা

অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরনার্থী শিবিরে ইসরায়েলের এবারের হামলার ঘটনাটিই প্রায় দু দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরনার্থী শিবিরে ইসরায়েলের এবারের হামলার ঘটনাটিই প্রায় দু দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা।
ইসরায়েলি সৈন্যরা একটি ভবনে গুলি, গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে অভিযান চালানোর ঘটনায় নয় ফিলিস্তিনি মারা গেছে।দেশটির সেনাবাহিনী বলেছে তাদের সৈন্যরা একজন ইসলামি জিহাদী জঙ্গীদের ধরতে গিয়েছিলো যারা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলো। সূত্র: বিবিসি বাংলা।

ফিলিপিন্স: পেঁয়াজ যেখানে মাংসের চেয়েও দামি

পেঁয়াজ সঙ্কটে পড়া ফিলিপিন্সে এখন রেস্তোরাঁয় রেস্তেরাঁয় নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেখানে লেখা– ‘খাবারের ওপর বেরেস্তা দেওয়া হয় না’। সরকারি হিসাব বলছে, গত এক মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রায় ৭০০ পেসো, যা প্রায় ১৩ ডলারের সমান।তার মানে হল, ফিলিপিন্সে এখন এক কেজি পেঁয়াজের দাম মাংসের দামের চেয়েও বেশি। পেঁয়াজের দাম দেশটির দৈনিক ন্যূনতম মজুরিকেও টপকে গেছে।বিবিসি লিখেছে, গত কিছুদিনে দাম সামান্য কমলেও অনেক ফিলিপিনোর জন্য এখনও পেঁয়াজ কেনা যেন বিলাসিতা। সূত্র: বিডি নিউজ