পদ্মশ্রী পুরস্কার পেলেন অভিনেত্রী রাভিনা

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

ছবি- সংগৃহীত

চলচ্চিত্রে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এছাড়া চলতি বছর সঙ্গীত শিল্পে অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন গোল্ডেন গ্লোব জয়ী সুরকার এমএম কিরাভানি এবং জাকির হুসেইন।

৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মানপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেছে।

পদ্মশ্রী সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবা রবি ট্যান্ডনকে।

পুরস্কার পেয়ে রাভিনা বলেন, “সম্মানিত এবং কৃতজ্ঞ। ভারত সরকারকে অনেক ধন্যবাদ, আমার অবদান, আমার জীবন এবং উদ্দেশ্য সিনেমার কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য, শুধুমাত্র সিনেমা শিল্পেই নয়, তার চেয়েও বেশি কিছুতে অবদান রাখতে চাই। সিনেমার এই যাত্রায় যারা আমাকে পথ দেখিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অনেকেই এই যাত্রায় আমার পাশে ছিলেন। আমি আমার বাবার কাছে ঋণী।”

সারাদিন/২৬ জানুয়ারি/এমবি 

Nagad