টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব
২০২২ সালের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতে নিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
বুধবার (২৫ জানুয়ারি) এই সংস্করণে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


যেখানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার।
২০২২ সালে ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড় এবং ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। যার ফলে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে হাজার রানের কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার।
সারাদিন/২৫ জানুয়ারি/এমবি