আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

আরএসএস এবং নেতাজির লক্ষ্য একই: মোহন ভাগবত

ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর (নেতাজি) অবদানের প্রশংসা করেছেন হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি সবাইকে তাঁর শিক্ষা গ্রহণ করে ভারতকে ‘বিশ্বগুরু’ করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার নেতাজির ১২৬তম জন্মবার্ষিকীতে মধ্য কলকাতার রেড রোডে আরএসএসের এক সমাবেশে ভাষণ দেন ভাগবত।
গতকালের সভায় ভাগবত বলেন, দক্ষিণপন্থী আরএসএস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর লক্ষ্য একই—ভারতকে একটি মহান জাতি হিসেবে গড়ে তোলা। গতকালই এক বিবৃতিতে নেতাজির কন্যা অনিতা বসু পাফ বলেছেন, নেতাজির আদর্শের সঙ্গে আরএসএসের মতাদর্শের কোনো মিল নেই। আরএসএস একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন, অপর দিকে নেতাজি বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষতায়। কলকাতার সভায় ভাগবত বলেন, ‘আমরা নেতাজিকে স্মরণ করি শুধু এই জন্য নয় যে স্বাধীনতা সংগ্রামে তাঁর মূল্যবান অবদানের জন্য তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তাঁর গুণ আত্মস্থ করার জন্যও তাঁকে স্মরণ করি। তিনি যে ভারত গড়তে চেয়েছিলেন সে স্বপ্ন আজও পূর্ণ হয়নি। সেই ভারত গড়ার জন্য কাজ করে যেতে হবে।’ পরিস্থিতি এবং পথ ভিন্ন হলেও, তাদের গন্তব্য একই বলেও ভাগবত মন্তব্য করেন। সূত্র: প্রথম আলো

পুতিনের নতুন টার্গেট সমকামী সম্প্রদায়

সেন্ট পিটার্সবার্গে জেন্ডার ব্লেন্ডার নামের একটি ক্লাবে রাতে নিয়মিত পারফর্ম করতেন ২২ বছর বয়সি সমকামী শিল্পী ড্যানিয়া। কিন্তু, গত ডিসেম্বরে রাশিয়ান পার্লামেন্টে একটি নতুন সমকামীবিরোধী আইন পাস হয়। এরপর তার সব শো বাতিল হয়েছে। তাই ড্যানিয়া এখন কর্মহীন।হ্যালোইনের অনুকরণে ভৌতিক মেকআপের চেহারা নিয়ে ড্যানিয়া গর্ব করে বিবিসি প্রতিবেদককে বলেন, ‘আমি রাশিয়ার একমাত্র দৈত্য ড্র্যাগ কুইন। কিন্তু আইন অনুসারে, আমরা যা করছি তা করা নিষিদ্ধ, আমরা এখন অনেক বেশি উদ্বিগ্ন। অনেক বেশি ঝুঁকির মধ্যে আছি আমরা।’মস্কোর ওই নতুন আইনটি সব বয়সিদের মধ্যে ‘অপ্রথাগত যৌন সম্পর্কের প্রচার’ নিষিদ্ধ করেছে। কেউ এই ‘অপরাধ’ করে ধরা পড়লে তাকে ৪ লাখ রুবল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।আইনটি পাস হওয়ার পর ড্যানিয়া রাশিয়া ছেড়ে ফ্রান্সে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, যেখানে ‘শুধু নিজের হওয়া’ বেআইনি, সেখানে থাকতে ভয় হয় আমার। আমার হাত বাঁধা। আমার আর কোনো উপায় নেই। এখানে যা হচ্ছে, সেটা খুবই ভয়ের।’ইউক্রেনে তথাকথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই মস্কোতে এই আইন পাস হয়। তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া শুধু ইউক্রেনের সঙ্গে যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ করছে না, বরং পশ্চিমা মূল্যবোধের বিরুদ্ধেও যুদ্ধ করছে। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

চীনের শহরে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা

চীনের একেবারে উত্তরাঞ্চলে মোহে শহরে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে (মাইনাস) ৫৩ ডিগ্রি সেলসিয়াসে। বিশ্বের হিমায়িত অঞ্চল সাইবেরিয়াঘেঁষা শহরটিতে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর এটিই সর্বনিম্ন তাপমাত্রা।গত রোববার সকাল ৭টার দিকে ওই তাপমাত্রা রেকর্ডের কথা জানায় স্থানীয় আবহাওয়া কেন্দ্র। খবর বিবিসির। মোহে শহর চীনের ‘উত্তর মেরু’ নামে পরিচিত। এটি রুশ সীমান্তের কাছে হেইলংজিয়াং প্রদেশে অবস্থিত। এর আগে শহরটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৫২ দশমিক ৩ ডিগ্রি। সেটি ছিল ১৯৬৯ সালে।চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ভেঙে রাখা একটি ডিম কয়েক সেকেন্ডের মধ্যেই ঠাণ্ডায় জমে গেছে। সূত্র: দৈনিক বাংলা।

Nagad

ক্যালিফোর্নিয়ায় আবারও গুলি, প্রাণ গেল ৭ জনের

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা বেড়েই চলেছে। দেশটির ক্যালিফোর্নিয়ার একটি শহরের দুই জায়গায় নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৭জন নিহত হয়েছেন।সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।শহরটিতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন নিহতের পর সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে স্যান মাটেও কাউন্টি শেরিফের দপ্তর। স্যান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফ দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর এক ডেপুটি স্যান মাটেও কাউন্টি শেরিফ বিভাগের একটি সাবস্টেশনের পার্কিং লটে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর গাড়িটি দেখতে পান। তদন্তকারীরা সেখান থেকে ৬৭ বছর বয়সি ওই ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে নিজেদের হেফাজতে নিয়ে যায়। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটিও তার গাড়িতে পাওয়া যায়। সূত্র: যুগান্তর

ইউক্রেন লিওপার্ড ট্যাংক পাচ্ছে

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পোল্যান্ড লিওপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চাইলেও তার সরকার বাধা দেবে না। ইউক্রেনের জন্য এ এক অগ্রগতিরই লক্ষণ। কারণ, রাশিয়ার নতুন হামলা শুরুর আগে দিয়ে ইউক্রেন তাদের বাহিনীর শক্তি বাড়াতে চায়। ইউক্রেন বলছে, আগামী কয়েক মাসে রাশিয়ার নতুন করে হামলা চালানোর আশঙ্কা আছে। তার আগেই ইউক্রেনের স্থল সেনাদের চলাচল এবং সুরক্ষার জন্য যুদ্ধ ট্যাংক দরকার তাদের। ইউক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরেই জার্মানির তৈরি লিওপার্ড-২ ট্যাংক সরবরাহ করতে পশ্চিমা মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়ে এসেছেন। কিন্তু বার্লিন তাতে রাজি ছিল না। ন্যাটো দেশগুলোর হাতে এই ট্যাংক আছে। তবে সেগুলো ইউক্রেনে হস্তান্তর করতে হলে বার্লিনের অনুমোদনের দরকার হয়। বিডি প্রতিদিন

করাচি, ইসলামাবাদসহ পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিভ্রাট

ভয়াবহ অর্থনৈতিক ও খাদ্যসংকটের মধ্যেই এ বার বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে। জাতীয় গ্রিড বিপর্যয়ের জেরে স্থানীয় সময় সোমবার ভোরে দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। পরিস্থিতি এতোটাই ব্যাপক যে, ফেডারেল রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচির মতো বড় শহরসহ দেশের বিশাল অংশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে। খবর বিবিসি। পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি হ্রাস পাওয়ার পরে সোমবার সকালে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি সিস্টেম সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে ডাউন হয়ে গেলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক বিভ্রাট দেখা দেয়। টুইটারে দেয়া এক বার্তায় মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, ‘সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত এগিয়ে চলছে।’ সূত্র: বণিক বার্তা।

পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিভ্রাট; ২২০ মিলিয়ন মানুষ সাময়িকভাবে বৈদ্যুতিক সুবিধার বাইরে

এমনিতেই অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। এরই মাঝে আজ (সোমবার) দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে।গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, এ বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে দেশটির প্রায় ২২০ মিলিয়ন মানুষ সাময়িকভাবে বৈদ্যুতিক সুবিধার বাইরে রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি সিস্টেম আজ সকাল ৭টা ৩৪ মিনিটে ডাউন হয়ে গেলে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক বিভ্রাট দেখা দেয়। টুইটারে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, দ্রুতগতিতে সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে।তবে দেশটির জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর এ বিদ্যুৎ বিভ্রাটকে বড় ধরনের কোনো বিপর্যয় মানতে নারাজ। সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এ জ্বালানি মন্ত্রী বলেন, “শীতকালে দেশব্যাপী বিদ্যুতের চাহিদা কমে যায়। তাই আমরা অর্থনৈতিক পরিমাপ হিসাবে রাতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ করে দিই। কিন্তু আজ সকালে যখন সিস্টেমগুলো চালু করা হয় তখন দেশের দক্ষিণে দাদু এবং জামশোরের মধ্যে কোথাও কম্পাঙ্কের তারতম্য এবং ভোল্টেজের ওঠানামা পরিলক্ষিত হয়।” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নেটো নিয়ে সমর্থন আশা না করতে সুইডেনকে এরদোয়ানের হুশিয়ারি

নেটোতে যোগ দেয়া নিয়ে তুরস্কের কাছ থেকে কোন সহায়তার আশা করা সুইডেনের উচিত নয় বলে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান। সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বিক্ষোভে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর কয়েক দিন পর এমন হুঁশিয়ারি দিলেন তিনি। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে সুইডেন নেটোতে যোগ দেয়ার আবেদন করেছে। কিন্তু এতে যোগ দিতে হলে নেটোর সদস্য দেশ তুরস্কের অনুমোদন দরকার।সুইডেনে যে বিক্ষোভে কোরআন পোড়ানো হয়েছিল, তার আগে কুর্দিরা একটি বিক্ষোভ করেছিল। সেখানে মি. এরদোয়ানের কুশপুত্তলিকা ঝুলানো হয়। এর প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেন, “সুইডেনের আমাদের কাছ থেকে নেটোর জন্য সমর্থন আশা করা উচিত নয়।” সূত্র: বিবিসি বাংলা।

যৌথ মহড়ায় অংশ নেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রুশ যুদ্ধজাহাজ

রাশিয়ার নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি যুদ্ধজাহাজ চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। আগামী ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার ডারবান ও রিচার্ডস বে বন্দর শহরের কাছে ভারত মহাসাগরে মহড়াটি হওয়ার কথা রয়েছে। সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট অব দ্য সোভিয়েত ইউনিয়ন গোর্শকোভ’ জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত।ফ্রিগেটটি ওই যৌথ নৌমহড়ায় অংশ নিচ্ছে এই প্রথম তা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রাশিয়া জানিয়েছে, ১০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার জিরকন ক্ষেপণাস্ত্র শব্দের ৯ গুণ গতিতে উড়ে এ দূরত্ব অতিক্রম করবে। সূত্র: বিডি নিউজ

মার্কিন ভিসার জন্য অপেক্ষার সময় কমছে ভারতীয়দের

ভারতীয়দের যাতে ভিসা পেতে আরও কম সময় লাগে সে জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন অ্যাম্বাসি ও তাদের কনস্যুলেটগুলো। তাছাড়া পুরো ভারতজুড়ে ভিসা প্রক্রিয়াকরণ আরও জোরালো করবে তারা। এসব পদক্ষেপে আগের থেকে কম সময়ে মার্কিন ভিসা পাবে ভারতীয়রা। খবর বিবিসির।বর্তমানে মার্কিন ভ্রমণ ভিসার জন্য ভারতীয়দের ৫০০ থেকে ৬০০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। মার্কিন মিশন জানিয়েছে, ভারতে তাদের সার্ভিসগুলো করোনা মহামারির কারণে ব্যহত হয়েছে। এতে কাজের চাপ আরও বেড়েছে।এমন পরিস্থিতিতে যে সব ভারতীয়রা যুক্তরাষ্ট্রে বসবাস করতে চায় বা যাদের ব্যবসা রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূত্র: জাগো নিউজ