ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ১২৩
পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা ও এর আওতাধীন বিভিন্ন অফিসের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১০টি পদে মোট ১২৩ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ড্রাইভার (ভারী), মেইল গার্ড, পোস্টম্যান, প্যাকার, মেইল ক্যারিয়ার, আর্মড গার্ড, অফিস সহায়ক, রানার, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), গার্ডেনার (মালি)।


শিক্ষাগত যোগ্যতাসহ পদের বিবরণ:
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ২০২৩ সালের ১৫ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের https://alljobs.teletalk.com.bd/pmgees এই ওয়েবসাইট বা http://pmgcc.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১-এ কল করা যাবে। এছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে ও টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে https://www.facebook.com/alljobsbdTeletalk মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল ও মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা ওয়েবসাইটে দেওয়া পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে।
আবেদনের শর্ত, পদ্ধতি’সহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।
সারাদিন/১৬ জানুয়ারি/এমবি