১৪ বছর পর উপমহাদেশে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
২০০৮ সালের পর উপমহাদেশে ওয়ানডে সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো। শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো কিউইরা।
নিউজিল্যান্ড সবশেষ ২০০৮ সালে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে এমন সুখস্মৃতি কুড়িয়েছিল। সেই সময়েও ২-১ ব্যবধানে হারিয়েছিল কিউইরা। এরপর এক এক করে কেটে গেছে ১৪ বছর। অবশেষে সেই অপেক্ষা ফুরোলো।


করাচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফাখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ১২২ বলে ১০ চার আর ১ ছক্কায় ফখর খেলেন ১০১ রানের ইনিংস।
করাচিতে তৃতীয় ও শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকান পাকিস্তানি ব্যাটার ফখর জামান। তার জাদুকরী ৩ অঙ্কের জবাবে ফিফটি আদায় করে নেন গ্লেন ফিলিপস। ম্যাচসেরা ফিলিপসের সেই ফিফটির কাছে ম্লান হয়ে গেছে ফখরের সেঞ্চুরি। শেষ ম্যাচে ১১ বল ধরে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের দল।
এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮০ রানের পুঁজি গড়ে পাকিস্তান। ১২২ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০১ রানের দুর্বার এক ইনিংস খেলেন ফখর। তার সাথে মোহাম্মদ রিজওয়ান এনে দেন ৭৭ রান।
নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩ উইকেট নেন। ২টি উইকেট পান লকি ফার্গুসন।
জবাবে ৮ উইকেটের বিনিময়ে ২৮১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৪২ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৩ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন ফিলিপস। ম্যাচের সাথে সিরিজ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তারকা এই ক্রিকেটার। তার আগে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৫২ এবং ৫৩ রান।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমান।
সারাদিন/১৪ জানুয়ারি/এমবি