ইউক্রেনের লবণখনির শহর দখলে নিলো রাশিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া গ্রুপ ওয়াগনার বাহিনী। তবে ইউক্রেনীয় বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কিয়েভের কর্মকর্তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স’-এর প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, লবণ খনি সমৃদ্ধ শহরের কেন্দ্রে এখনও যুদ্ধ চলছে। রাশিয়ার জন্য এই শহর দখল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পার্শ্ববর্তী কৌশলগত শহর বাখমুত ও ইউক্রেনের বৃহত্তর পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চল পুরো দখলে নেওয়ার জন্য সোলেদার দখল রাশিয়ার জন্য জরুরী।

ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ সংবাদমাধ্যমগুলোকে জানান, ওয়াগনার সেনারা সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে শহরের কেন্দ্রস্থলে যুদ্ধ পরিস্থিতি রয়েছে। সেখানে এখনও লড়াই চলছে। তিনি আরও জানান, ইউক্রেনের সেনাদের মধ্যরাতের মধ্যে আত্মসমর্পণের সময় বেঁধে দেয়া হয়েছিল। বন্দি ইউক্রেনীয় সেনাসংখ্যা দ্রুত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপের বাহিনী সম্ভবত গত চার দিনের অগ্রগতির পরে ডনবাস শিল্প অঞ্চলের বেশিরভাগ শহরের নিয়ন্ত্রণে রয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সোলেদার দখল করা রাশিয়ান বাহিনীর পক্ষে সুবিধাজনক হবে কারণ তারা দক্ষিণ-পশ্চিমে কয়েক কিলোমিটার দূরে বাখমুত শহরের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। যেখানে প্রায় ১১ মাস আগে রাশিয়া আক্রমণ করার পর থেকে উভয় পক্ষের সৈন্যরা সবচেয়ে তীব্র লড়াই ও ক্ষতি হয়েছে।

Nagad

লবণ খনির শহর সোলেদার বাখমুত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এটির দখল নিলে রাশিয়াকে সামরিক, বাণিজ্যিকভাবে অনেক শক্তিশালী করবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, ওয়াগনার গ্রুপ সোলেদারের লবণখনির দখল নিয়েছে। প্রিগোঝিন তার ভাড়াটে যোদ্ধাদের সাথে লবণের খনির সামনে দাঁড়িয়ে তোলা ছবি প্রকাশ করেছেন।

সারাদিন/১১ জানুয়ারি/এমবি