প্রথম জয়ের দেখা পেলো সাকিবের বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। তাই দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি তারকাবহুল দল বরিশাল। ব্যাটে-বলের দাপটে রংপুর রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সাকিব আল হাসান।
বিপিএলে দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে আসর শুরু করা রংপুর দেখল প্রথম হার।


মঙ্গলবার (১০ জানুুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৫৮ রান তুলেছে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শোয়েব মালিক।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ফরচুন বরিশাল। রান তাড়ায় ১৬২ করে জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।
দলের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৫২ রান করেন বরিশালের বিদেশি তারকা ইব্রাহিম জাদরান। ৪২ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এছাড়া ৫ বাউন্ডারিতে ২৯ বলে ৪৩ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৫ রান করেন ইফতেখার। করিম জান্নাতের ব্যাট থেকে আসে ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৫৮/৭।
(নাঈম ০, রনি ৪০, মেহেদি ৬, রাজা ২, মালিক ৫৬*, সোহান ১২, হাওয়েল ৫, ওমারজাই ১, রবিউল ১৮* ; সাকিব ৪-০-১৯-১, খালেদ ১-০-৯-০, ইবাদত ২-০-২২-১, চতুরাঙ্গা ৪-০-৩০-২, মিরাজ ৪-০-২১-২, জানাত ৩-০-২৪-১, কামরুল ২-০-২১-০)।
ফরচুন বরিশাল: ১৯.২ ওভারে ১৬২/৪।
(চতুরাঙ্গা ১, এনামুল ১৫, ইব্রাহিম ৫২, মিরাজ ৪৩, ইফতিখার ২৫*, জানাত ২১*; রকিবুল ৪-০-২৪-১, মেহেদি ৩.২-০-২৩-০, রাজা ২-০-১৪-২, হাসান ৩-০-৩১-০, ওমারজাই ১-০-১৩-০, হাওয়েল ৩-০-৩১-০, রবিউল ৩-০-২৫-১)।
ফল: ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ।
সারাদিন/১০ জানুয়ারি/এমবি